শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নজরুল ইসলাম খান

গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি বিজয়ী হবে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি বিজয়ী হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোর করে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, আজ যারাই আন্দোলন করছে তাদের গ্রেফতার করা হচ্ছে। অসুস্থ খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। যারা লড়াই করছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতাদের কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালী লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। গায়েবি মামলা বন্ধ করে অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, আগামী দিনের লড়াই ভোট ও ভাতের অধিকারের লড়াই। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে। দমন-পীড়ন করে কখনো কোনো সরকার টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। বিএনপির এই নেতা দাবি করেন, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ তাদের অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষ এবারও তাদের অধিকার আদায় করবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।

সর্বশেষ খবর