শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছে। সড়কের কুমিল্লা অংশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। গতকাল সকাল থেকে মহাসড়কের আমতলী হয়ে কোরপাই এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী সড়কে এ যানজটের সৃষ্টি হয়। সরেজমিন দেখা যায়, মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় সড়ক ও জনপথ বিভাগ সড়ক মেরামতের কাজ করছে। এর ফলে আমতলী থেকে বুড়িচং উপজেলার কোরপাই এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা। যাত্রী তাজুল ইসলাম বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় একটি শোরুমে কাজ করি। যার কারণে প্রতিদিন চান্দিনার কাঠেরপুল থেকে আমাকে আসতে হয়। আজ রাস্তায় জ্যামের কারণে গন্তব্যে পৌঁছতে প্রায় দুই ঘণ্টা সময় বেশি লেগেছে। কাউসার নামে তিশা পরিবহনের এক যাত্রী জানান, ঢাকা থেকে সকাল ৮টায় রওনা দিয়েছি। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। যেখানে দুই থেকে আড়াই ঘণ্টায় পৌঁছানো যায়। চান্দিনার পর থেকে গাড়ির ধীর গতি। কারণ সড়কে থেমে থেমে যানজট। ময়নামতী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকাল থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় মহাসড়ক মেরামতের কাজ চলছে। যার কারণে চট্টগ্রাম সড়কে যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে। এ জন্য থেমে থেমে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে জানতে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাকে একাধিকবার ফোন এবং এসএমএস পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৫ কিলোমিটার যানজট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া যাত্রীরা।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : যানবাহনের অতিরিক্ত চাপ থাকার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া যাত্রীরা। এদিকে অন্যান্য দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম থাকলেও আজ ছুটির দিনে সকাল থেকেই গণপরিবহনের তুলনায় প্রচুর ব্যক্তিগত এবং মালবাহী যানবাহনের চাপ রয়েছে। শুক্রবার সরেজমিন গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সরেজমিন দেখা যায়, মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের চট্টগ্রামমুখী লেনে যানবাহনগুলো থেমে থেমে চলাচল করছে। আর সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত ৫ কিলোমিটার তীব্র যানজট তৈরি হয়েছে। যানজটের কারণে এই ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কের পাশের পাম্প স্টেশনগুলোতেও যানবাহনের প্রচুর চাপ লক্ষ্য করা গেছে। যানবাহনের অত্যধিক চাপের কারণে টোল নিতে গিয়ে মেঘনাঘাট টোলপ্লাজা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। মিজানুর রহমান নামের এক যাত্রী জানান, পারিবারিক কাজে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছেন। শিমরাইল মোড় থেকে চৈত্রী পর্যন্ত ঠিকঠাকভাবে আসতে পারলে এখান থেকে টোলপ্লাজা আসতে সোয়া ১ ঘণ্টা লেগে গেছে। এর আগে এই পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট সময় লাগত। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, গতকাল বিকাল থেকেই মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ রয়েছে। তবে মহাসড়কে কোথাও যানজট না থাকলেও টোলপ্লাজায় টোল নিতে দেরি হওয়ায় গাড়ির চাপ চৈত্রী গার্মেন্ট এলাকায় চলে এসেছে। আশা করছি, দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

 

সর্বশেষ খবর