শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নারায়ণগঞ্জে ট্রাক ভাঙচুর, টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন

প্রতিদিন ডেক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে দুটি ট্রাকে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এ সময় থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় এ মশাল মিছিল ও ট্রাক দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রাতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় মশাল মিছিলসহ রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তায় অগ্নিসংযোগসহ দুটি ট্রাকে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহামুদকে আটক করে। এ ঘটনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেকের নামে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে একদল দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ড ভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। কাভার্ড ভ্যানটি কয়েকদিন যাবত ওই এলাকার শাখা সড়কের পাশে রেখেছিল চালক। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর ভ্যানটির চালক ও মালিককে খুঁজছে পুলিশ।

সর্বশেষ খবর