রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
স্টিফেন ডুজারিক

নির্বাচন সবার অংশগ্রহণে হতে হবে : জাতিসংঘ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

নির্বাচন সবার অংশগ্রহণে হতে হবে : জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে সবার অংশগ্রহণে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন হতে হবে। তিনি বলেন, ‘দ্য ইনক্লুসিভ ইলেকশন্স বি ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ ডিসেম্বর জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টির ২৭১৩ জন প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩০০ আসনের জন্য। এই সংখ্যা কি জাতিসংঘের ভাষায় অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের সহায়ক নয়?’- বাংলাদেশ প্রতিদিনের এমন এক প্রশ্নে স্টিফেন ডুজারিক সরাসরি কিছু না বলে ‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভোটার, রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি আমলা সবার পক্ষে যতটা সম্ভব সহযোগিতা’র পরামর্শ দেন।

‘বাংলাদেশের মানুষ তাদের সরকার পরিবর্তনে আগ্রহী নির্বাচনের মাধ্যমে। এমনি অবস্থায় ক্ষমতাসীন পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, হরতাল-অবরোধের নামে ২৮ অক্টোবর থেকে বিএনপিসহ গুটিকয় রাজনৈতিক দল জনজীবনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে-যা জনগণের সমর্থন লাভে সক্ষম হয়নি। জনবিচ্ছিন্ন এ ধরনের রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে জাতিসংঘের কোনো পরামর্শ আছে কি না- জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমাদের পরামর্শ, নিজে থেকে পুনরাবৃত্তি করতে চাই না, আর তা হচ্ছে এই নির্বাচনে যারা জড়িত, সরকারি প্রশাসন, বিরোধী দল, সাংবাদিক, সুশীল সমাজ, সবাই একত্রে কাজ করবেন, যাতে জনসাধারণ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে পারে। যা হবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন।’

প্রায় ৩ হাজার প্রার্থী মনোনয়নপত্র সাবমিট করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে সামনের মাস-অর্থাৎ ৭ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্যে যথেষ্ট নয়?- এমন প্রশ্নের জবাবে মহাসচিবের পক্ষে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি আপনাকে এটা বলতে পারি, যা আমি আগেও আপনাকে জানিয়েছি, আমার মনে হচ্ছে বাংলাদেশি আরও কয়েকজন সংবাদদাতাকেও মহাসচিবের পক্ষে বলেছি যে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচন আসছে, সেখানে যারা অংশ নিচ্ছেন তারা সবাই, সব স্টেকহোল্ডার, জনসাধারণ, রাজনৈতিক দল, গণমাধ্যম, সবাই শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনি প্রক্রিয়ায় যা করা উচিত তা যেন তারা করেন।’

 

সর্বশেষ খবর