রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আশা করি সরকার সচেষ্ট হবে

নিজস্ব প্রতিবেদক

আশা করি সরকার সচেষ্ট হবে

পার্বত্য চুক্তি সম্পাদনের ২৬ বছর পূর্তিতে ঢাকায় আয়োজিত এক সেমিনারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, আশা করি, সরকার চুক্তি বাস্তবায়নে সচেষ্ট হবে। চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে সরকারের ব্যর্থতাই দায়ী। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম।

এই দুই সংগঠনের সভাপতি সন্তু লারমার সভাপতিত্বে সেমিনারে তিনি বলেন, আমাদের দেশের সরকার ও শাসকগোষ্ঠী এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের বর্তমান যে অবস্থান, সেখান থেকে বেরিয়ে আসতে সচেষ্ট হবেন। যদিও সেই কামনা বাস্তবতায় রূপ নেবে না, তবু আমি কামনা করি। তবু আমি সেই আশা-আকাক্সক্ষার দিকটাকে বজায় রাখতে চাই। পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, সরকারপক্ষ চুক্তির বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত। বিষয়টি অনেকটা আমরা অন্যজনকে ঠকিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করি, ঠিক সে রকমই বলে মনে করি। সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাকির হোসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর