রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজার ৪০০ স্থানে ইসরায়েলি হামলা

প্রতিদিন ডেস্ক

গাজার ৪০০ স্থানে ইসরায়েলি হামলা

ইসরায়েলি হামলায় নিহতের স্বজনদের আহাজারি -এএফপি

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতের বেলা ৪০০টি লক্ষ্যবস্তুতে হামলা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে দক্ষিণ খান ইউনিস এলাকাও। সেখানে গত মাসে কয়েক হাজার বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স, আলজাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, খান ইউনিসের রাতারাতি ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে তারা। এ এলাকায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে ‘নির্ভুল অস্ত্র’ হামলা চালিয়েছে দেশটির নৌবাহিনীও।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। প্রাপ্ত খবর অনুযায়ী, ইসরায়েল সামরিক অভিযানের পরিসর বাড়ানোর ফলে খান ইউনিস থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদেরকে মিসরের সীমান্তের কাছে রাফাহ’র দক্ষিণে সরে যেতে বলা হয়েছে।

সর্বশেষ খবর