শিরোনাম
সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ ভোট এই ইসির অধীনে সম্ভব নয়

নুরুল আমিন বেপারী

নিরপেক্ষ ভোট এই ইসির অধীনে সম্ভব নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন দ্বারা সুষ্ঠু নিরপেক্ষ ভোট সম্ভব নয়। সকালের সূর্য দেখে যেভাবে বলা যায় সারা দিন কেমন যাবে। তেমনিভাবেই এই কমিশনের শুরুটাই ছিল সরকার তোয়াজ, নতজানু। তাই তারা কোনো শক্তিশালী অবস্থানে থাকতে পারবে -সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই।  গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে নুরুল আমিন বেপারী আরও  বলেন, এই কমিশন অতীতে কোনো ভোট নিয়ন্ত্রণ করতে পারেনি। সর্বশেষ দুটি সংসদীয় উপনির্বাচনে একটি কেন্দ্রে ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট দেওয়ার সে ভিডিও দেখা গেছে, সেটা কমিশনের চরম ব্যর্থতা। তারা নিজেরাও বিষয়টিকে অসহায়ভাবে মেনে নিয়েছে। তারা যদি এখন শক্তিশালী হয়ে ওঠার কথা বলে সেটা গ্রহণযোগ্য নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করতে হবে। যেটি অতীতেও হয়েছে অনেকবার। যেটি আওয়ামী লীগের জন্য অনেক সহজ। তারা ইচ্ছা করলে ১৫ দিন কিংবা এক মাসের মধ্যে এটি করা যাবে। মনে রাখতে হবে নাগরিকের জন্য সংবিধান। সংবিধানের জন্য নাগরিক নয়। এ সংকট সমাধান করতে হবে নাগরিক ও সার্বভৌমত্বের জন্য। কারণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হবে।

 

 

সর্বশেষ খবর