সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইসি নিজ ক্ষমতায় ভালো নির্বাচন করতে পারে

মুনিরা খান

ইসি নিজ ক্ষমতায় ভালো নির্বাচন করতে পারে

ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান বলেছেন, নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা আছে, তা দিয়েই ভালো নির্বাচন করতে পারে। তবে এটা নির্ভর করে নির্বাচন কমিশনের সদিচ্ছার ওপর। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ ভোট করতে নির্বাচন কমিশন কীভাবে শক্ত অবস্থানে থাকবে- এমন প্রশ্নের জবাবে মুনিরা খান বলেন, নিরপেক্ষ ভোট করার সব রকম বিধিমালা নির্বাচন কমিশনের (ইসি) কাছে আছে। যা মেনে চললেই হয়, আর কিছুই লাগে না। নিজেদের ভিতরে শক্ত অবস্থান তৈরি ও নির্বাচন কমিশনের প্রতি সবার বিশ্বাস তৈরি করার জন্য নির্বাচন কমিশনারদের ভিতরে সমন্বয়টা খুব দরকার। কারণ, একেক জন কমিশনার একেক ধরনের কথা বললে মানুষের মনে আস্থা কমে যায়। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা আছে, নির্বাচন সুষ্ঠু করার জন্য তার সবটুকু প্রয়োগ করা এবং সবার আগে নিজেদের ভিতরে সমন্বয়টা করে নেওয়া খুব প্রয়োজন। মাঝে মাঝে আমরা দেখি, দুজন কমিশনার দুই রকম বক্তব্য দিচ্ছেন। যার ফলে ভোটাররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এগুলো পরিহার করে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখলেই ভালো নির্বাচন করতে পারবে ইসি। এটা নির্ভর করছে তাদের সদিচ্ছার ওপর।

 

 

 

সর্বশেষ খবর