শিরোনাম
সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হামলার ঘটনা আমলে নিতে হবে

নাজমুল আহসান কলিমউল্লাহ

হামলার ঘটনা আমলে নিতে হবে

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, নির্বাচন নিরপেক্ষ করতে ইউএনও, ওসিসহ বিভিন্ন কর্মকর্তার রদবদলের নির্দেশনা দিয়েছে সরকার। ডিসিদেরও রদবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। এ রকম রদবদল নির্বাচনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। তবে দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো গুরুত্ব দিয়ে আমলে নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। লেবেল প্লেয়িং ফিল্ড হবে না। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শরীয়তপুরের কর্নেল শওকতের ছেলে ড. খালেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার গাড়িবহরে হামলা হয়েছে। চাঁদপুরের এক আসনেও এমন হামলার ঘটনা ঘটেছে। প্রার্থী তার সমর্থক হিসেবে যে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দিয়েছেন, সেই সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা দরকার। এসব বিষয় আমলে নিয়ে কমিশন যদি যথাযথ পদক্ষেপ নেয়, তাহলে আমার ধারণা নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতি যে সঠিক পথে আছে, তা বলা যাবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য কমিশনের সব ধরনের ক্ষমতা আছে। তারা যেভাবে চায়, সেভাবে পরিবর্তন করতে পারবে। আইনত সরকারের সব এজেন্সি নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে বাধ্য। কেউ যদি নির্বাচনী অর্ডার না মানে, তাহলে নির্বাচন কমিশন এটা জনসম্মুখে প্রকাশ করে দিতে পারে। এর জন্য সরকার ও কমিশনের হুকুম পালন না করা এজেন্সিকে চড়া মূল্য দিতে হবে। কারণ আন্তর্জাতিক বিশ্বের নজর এখন বাংলাদেশে। ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ টিম গতকালও নির্বাচন কমিশনে গেছে। আমেরিকার টিমও আসার কথা। কমনওয়েলথ টিমও আসার কথা। তাছাড়া আমরা যারা জাতীয় পর্যবেক্ষক, তারা তো আছি। সবাই সহযোগিতা করলে কোনো কিছু ধামাচাপা দেওয়ার সুযোগ থাকবে না। আর প্রধান নির্বাচন কমিশনারের সেই সাহস আছে বলে আমি মনে করি। তিনি সচিব থাকাকালীনও অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন। আচরণবিধি ভঙ্গের ঘটনায় ইসির পদক্ষেপ প্রসঙ্গে এই নির্বাচন পর্যবেক্ষক বলেন, অভিযুক্তদের নোটিস দিচ্ছে ইসি। এটা শুরু মাত্র। এভাবে তিনবার নোটিস দেওয়ার পর কমিশন চাইলে আরও শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারে।

 

সর্বশেষ খবর