সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাঠ প্রশাসনে বদলি আতঙ্ক

সব ইউএনও ওসি বদলির নির্দেশ

ওয়াজেদ হীরা

মাঠ প্রশাসনে হঠাৎ শুরু হয়েছে বদলি আতঙ্ক। সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির জন্য নির্বাচন কমিশনের নির্দেশনার পর প্রশাসনে অস্বস্তিও শুরু হয়। মাঠ প্রশাসনের বিপুল সংখ্যক কর্মকর্তার বদলির নির্দেশনার প্রভাব পড়েছে প্রশাসনের শীর্ষ পর্যায়েও। মাঠ প্রশাসনের কর্মকর্তারা অনেকেই বিভিন্ন জেলা-উপজেলায় পরিবার নিয়ে বসবাস করছেন। কারও কারও সন্তান স্থানীয় স্কুলে পড়াশোনা করছে। নির্বাচন সামনে রেখে বদলি নিয়ে নানা হিসাব-নিকাশও করছেন কর্মকর্তারা। নির্বাচনের এক মাস আগে এত বিপুল সংখ্যক কর্মকর্তার বদলির ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এদিকে নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন কমিশনাররা ঢাকার বাইরে সফরে গিয়ে বিভিন্ন তথ্য পেয়েছেন। তার ভিত্তিতে পুলিশ ও প্রশাসনে রদবদল প্রয়োজন মনে করেছে। এ কারণে রদবদলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসেবে উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাত্র চার দিন আগে দেশের সব ইউএনও এবং ওসিদের বদলির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। ইসির চিঠির পর বদলি নিয়ে উপজেলা ও জেলায় কর্মরত অন্য কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। বদলি সার্বিক বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন কমিশন যে ধরনের সহযোগিতা চাইবে আমরা নির্বাহী বিভাগ তা পালন করব। মাঠ প্রশাসনের বদলি বা কোথাও পদায়নের জন্য ইসির নির্দেশনা মেনেই কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইসি থেকে ইউএনওদের বিষয়ে চিঠি দিয়েছে, পরবর্তীতে অন্য কর্মকর্তাদের বিষয়েও যদি কোনো নির্দেশনা থাকে আমরা সেভাবেই কাজ করব। রাজশাহী বিভাগের একটি জেলার কর্মরত এডিসি পদমর্যাদার এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইসি চাইলে সব পর্যায়ের কর্মকর্তাদের যখন-তখন বদলি করতে পারে। ইউএনও ওসিদের বদলির চিঠির পর আমরা মনে করছি অন্যান্য পর্যায়ের কর্মকর্তাদের পরিবর্তন আসতে পারে। সত্যি বলতে বদলি নিয়ে একটু উদ্বেগ কাজ করছে। ঢাকা বিভাগের এক ইউএনও বলেন, অনেক সহকর্মীর সন্তান স্থানীয় পর্যায়ে বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের জন্য ট্রান্সফার অন্যদের চেয়ে বেশি কষ্টকর। পাশের জেলায় বদলি হলে এখনই পরিবার স্থানান্তর করব না। আর দূরের জেলা হলে পরিবার ছাড়া উপায় নেই। ১ ডিসেম্বর জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়। প্রশাসন ক্যাডারের বাইরেও পুলিশের মধ্যেও বদলি আতঙ্ক রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও নিজেদের বদলি হতে পারে বলে নিজ নিজ ব্যাচমেট ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানা যায়। যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন, তাদের অন্য জেলায় বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে ইসি। ইউএনওদের বদলি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. আমিন উল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তফসিলের পর থেকে ইসি যেভাবে নির্দেশনা দেয় সরকার সেভাবে রুটিন কাজ করে। ইসির নির্দেশনা অনুযায়ী বদলির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ১ বছরের বেশি সময় কর্মরত ইউএনওদের তালিকা করে ইসিতে পাঠাবে। বাকিটা ইসির পরামর্শ অনুযায়ী হবে কারণ ইউএনওরা এখন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর