শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপির আরও ৩৮ জনের জেল, খসরু স্বপন প্রিন্সের জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলার পৃথক দুই রায়ে বিএনপির ৩৮ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানার নাশকতার মামলায় বিএনপির ২৬ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে ১৩ জনকে দুই বছর ছয় মাস, সাতজনকে দেড় বছর ও বাকি ছয়জনকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী গতকাল এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- আবদুর রশিদ, শামসুল আলম বাবুল, প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, মো. পারভেজ, রমিজ উদ্দিন রমু, মিয়াজ উদ্দিন, এহসানুল হক বাবু ওরফে নুরুল আফসার বাবু, তারেকুল রাজ্জাক, নাজির উদ্দিন ওরফে দারোগা আলী, সফুর উদ্দিন ওরফে সফু, জাহিদ হাসান খান রনি, তোফাজ্জল হোসেন বাবু, আবুল হোসেন, মাঈনুল ইসলাম অমি, মো. আরিফুল ইসলাম তুহিন, তাসলিমা আক্তার ভূঁইয়া বেবী, মো. জিন্নাত আলী, মো. শাহজালাল শেখ সুমন, মো. ছাইফুল ইসলাম, মো. কবির, মো. সাদ্দাম হোসেন রাব্বি, মোমিনুল হক অপু, মো. মোশারফ হোসেন, মো. হেলাল উদ্দিন হেলু। আসামিদের মধ্যে কবির কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে রাজধানীর কোতোয়ালি থানার নাশকতার মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে তিন বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে কারাদন্ডের পাশাপাশি প্রত্যেকে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজি ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজি মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা জনমনে ভীতি প্রদর্শনের জন্য নাশকতা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

আমীর খসরু, স্বপন ও প্রিন্সের জামিন নামঞ্জুর : এদিকে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং পিস্তল ছিনতাই মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন।

সর্বশেষ খবর