শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
জো বাইডেন

ট্রাম্পকে ঠেকাতে ফের প্রার্থী হচ্ছি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ট্রাম্পকে ঠেকাতে ফের প্রার্থী হচ্ছি

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঠেকাতেই তার বিরুদ্ধে প্রার্থী হিসেবে লড়তে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মঙ্গলবার ম্যাসাচুসেটস স্টেটের ওয়েস্টন সিটিতে অনুষ্ঠিত তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এ কথা জানান। বাইডেনের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প পুনরায় প্রার্থী না হলে দ্বিতীয় টার্মের জন্য লড়তেন না তিনি। এক মেয়াদেই সন্তুষ্ট  থাকতেন। বাইডেন বলেন, ‘ট্রাম্পকে আরেক দফা ধরাশায়ী করতেই আমাকে মাঠে নামতে হবে। কারণ, ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হন তাহলে আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। আমেরিকার গণতন্ত্রের জন্যে বড় ধরনের হুমকি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।’ বাইডেন উল্লেখ করেন, ‘ট্রাম্প যদি না লড়তেন, আমি নিশ্চিত নই যে, লড়তাম না। আমরা তাকে জয়ী হতে দিতে পারি না।’  ট্রাম্প নির্বাচনে না থাকলে তিনি কি সরে যেতেন- এমন প্রশ্নের জবাবে সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে বাইডেন তার উপরোক্ত মতামতকে কিছুটা সংশোধন করে বলেন, ‘আমি সেটি আশা করেছিলাম। কিন্তু দেখুন, তিনি লড়ছেন, তাই আমাকেও লড়তে হচ্ছে।’

সর্বশেষ খবর