শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অপেক্ষা ছাড়া কিছুই করার নেই

------- ড. মীজানুর রহমান

অপেক্ষা ছাড়া কিছুই করার নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, নির্বাচন ইস্যু করে বিএনপির এক দফা দাবির কোনো প্রাসঙ্গিকতা এখন নেই। নির্বাচনি প্রক্রিয়ায় পুরোপুরিভাবে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় বিএনপি যেহেতু নির্বাচনে অংশ নেয়নি তাই অপেক্ষা করা ছাড়া তাদের সামনে করার আর কিছু নেই। তাদের আন্দোলনের যে দাবি সেটার কোনো কার্যকারিতাই নেই। নতুন সরকার গঠন হলে তাদের আন্দোলন হয়তো অন্য কোনো দাবিতে শুরু করতে পারে। এ সরকারের পদত্যাগ বা এ জাতীয় কিছু ঘটানোর দাবি করার সময় শেষ হয়ে গেছে।

বাংলাদেশ প্রতিদিনকে মীজানুর রহমান বলেন, দেশ এখন নির্বাচনি প্রক্রিয়ার মধ্যে আছে। সারা দেশের মানুষও ভোট নিয়ে আগ্রহী। কিন্তু দীর্ঘদিন থেকে বিএনপি এক দফা আন্দোলন করে আসছে। যে আন্দোলন তারা এত দিন করল তার কোনো বাস্তবতা এখন নেই। রাজনৈতিকভাবে বিএনপি নতুন সরকারের জন্য অপেক্ষা করতে পারে। নতুন সরকার গঠন হলে তারা আন্দোলনের বিষয়ে কথা বলতে পারবে। তিনি আরও বলেন, নির্বাচন স্বাভাবিক হচ্ছে। সবকিছু ঠিকঠাক আছে। তবে আশঙ্কও আছে। সতর্ক না থাকলে দেশের অনেক মূল্য দিতে হতে পারে। জবির সাবেক এই ভিসি বলেন, বিএনপি সহজে ছেড়ে দেবে এটা মনে করার কারণ নেই। আন্দোলন করে ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন ব্যর্থ করার জন্য সহিংস পথ বেছে নিতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়- তারা সারা দেশে সহিংসতা ছড়িয়ে দিতে পারে। স্কুল, কলেজ পুড়িয়ে দেওয়া, হত্যার মতো ঘটনা ঘটাতে পারে। যেটা ২০১৪ সালে করেছে। প্রিসাইডিং অফিসারকে হত্যা করেছে। এবারও তারা সেটা করতে পারে। এ আশঙ্কা উড়িয়ে না দিয়ে সরকারের উচিত সচেতন থাকা, সতর্ক থাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর