শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপিকে আন্দোলন বন্ধ করতে হবে

------- মেজর (অব.) আখতার

বিএনপিকে আন্দোলন বন্ধ করতে হবে

বিএনপির সাবেক নেতা ও সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান বলেছেন, দল ও দেশ রক্ষার জন্য বিএনপিকে আন্দোলন বন্ধ করতে হবে। হাই কোর্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন হয়নি। এ অবস্থায় বিএনপি যদি মনে করে এখনো তাদের অস্তিত্ব আছে, তাহলে দলটি বোকার স্বর্গে বাস করছে। ‘বিএনপি এখন কোন পথে যাবে? কী করবে?’ রাজপথে আন্দালনরত দলটির এখন করণীয়ই বা কী?’ এমন প্রশ্নের জবাবে গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মেজর (অব.) আখতার বলেন, বিএনপির এখন উচিত সব আন্দোলন বন্ধ করে দলীয় নেতা-কর্মীদের রক্ষা করা উচিত। দেশটাকে রক্ষা করা উচিত। তা না হলে শাহজাহান ওমরের মতো নেতাদের দলের ভিতরে ধরে রাখা যাবে না। তার মতো অনেক নেতাই দলত্যাগে বাধ্য হবেন। গোটা বিএনপিই ধ্বংস হয়ে যাবে। গ্রেফতার-রিমান্ড ছাড়াও পুলিশ এবার অস্ত্র উদ্ধারের নামে চিরুনি অভিযান চালাবে। আর সেই অভিযান কোন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যাবে সেটা সহজেই অনুমেয়।

সাবেক এ বিএনপি নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সুদূর যুক্তরাজ্যের লন্ডন থেকে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন- তা রীতিমতো বাস্তবতা বিবর্জিত। তাকে ঢাকা থেকে সঠিক ইনফরমেশন যেমন দেওয়া হচ্ছে না। তেমনি তিনি নিজেও অযোগ্য, অপদার্থ, সুবিধাভোগী ও ভুল ব্যক্তিদের হাতেই নেতৃত্বের দায়িত্ব দিতে পছন্দ করেন। এক কথায় তিনি দলের নেতৃত্ব দিতে পুরোপুরিই ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, দোয়া আর মিলাদ মাহফিল পড়ানোর উপযোগী ব্যক্তিদের দিয়ে কখনো যুদ্ধ হয় না। তারেক রহমানের এ ব্যর্থতার জন্য তার নিরপরাধ মা, সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় মৃত্যুর মুখোমুখি। তাঁর এ সন্তানকে বাঁচাতে গিয়েই আজ তিনি মৃত্যুশয্যায়। দেশব্যাপী দলীয় নেতা-কর্মীরা বিপদাপন্ন। এ অবস্থায় বিএনপির উচিত সব আন্দোলন বন্ধ করে দিয়ে ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা। সেদিন যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে যে যেখানে আছেন সেখান থেকেই রাস্তাঘাটসহ সর্বত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘর থেকে একযোগে বের হয়ে যেতে হবে সবাইকে। আর যদি ২০১৮ সালের মতো আপস করে তাহলে- তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে। রাজনীতি ছেড়ে দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর