শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
আলেকজান্ডার ভি মান্টিটস্কি

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া

জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে ওই পরিস্থিতি বিবেচনায় ঢাকা-মস্কো আলোচনা করবে। বাংলাদেশে যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘টকস উইথ অ্যাম্বাসাডর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, পশ্চিমাসহ অন্য যে কোনো দেশের নিষেধাজ্ঞাকে আমরা স্বীকৃতি দিই না। আমরা যে কোনো ধরনের অবৈধ নিষেধাজ্ঞার বিপক্ষে। আমরা শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা হলে সেটিকে স্বীকৃতি দিই। যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আমরা আলোচনা করব। আমরা কী ধরনের সহযোগিতা করতে পারি সেটি রাশিয়ান সরকার এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করব। তিনি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা সরব থাকলেও ফিলিস্তিন ইস্যুতে তারা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়েছে। কেননা তারা অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে অক্টোবর থেকে ইসরায়েলে ১৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে রাশিয়া ও বাংলাদেশের পজিশন একই।  রাষ্ট্রদূত মান্টিটস্কি বলেন, কিছুদিন আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্রের এ ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের যে কোনো অন্যায় অন্যায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া। পাশাপাশি এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গাজা উপত্যকায় যখন মানুষ হতাহত হচ্ছে তখন পশ্চিমারা কিছু বলেন না, অথচ ইউক্রেনে কিছু হলেই তারা ফলাও করে প্রচার করেন। এই ধরনের অবস্থান দ্বিচারিতা ছাড়া কিছুই না। রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, যথেষ্ট সুরক্ষা ও নিরাপত্তা বজায় রেখে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে চলছে। দিন দিন বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রসহ অর্থনীতির সব খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ জানান আলেকজান্ডার ভি মান্টিটস্কি। তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্বন্দ্ব-সংঘাতের বদলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতাময় সম্পর্ক দেখতে চায় রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন গোষ্ঠী এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। এর অংশ হিসেবে তারা কোয়াড, অকাসের মতো সামরিক জোট করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শেখ শাহরিয়ার জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর