শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পটিয়ার ওসিকে বদলি করতে নৌকার প্রার্থীর ইসিতে আবেদন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ সাদিকের প্রার্থিতা চ্যালেঞ্জ

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া থানার ওসির বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরীর এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ওই ওসিকে বদলির আবেদন করেছেন নৌকার প্রার্থী। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি, আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা চ্যালেঞ্জ করে একই আসনের নৌকার প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কুমিল্লা-৪ এর নির্বাচনি অনুসন্ধান কমিটি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) এজেন্ডাধারী। ওসি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। এ অভিযোগে ওসিকে বদলির জন্য নৌকার মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

মোতাহেরুল ইসলাম চৌধুরী জানান, প্রধান নির্বাচন কমিশনার, চট্টগ্রামের রিটার্নিং কর্তকর্তা, ডিআইজিসহ প্রশাসনের সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে বলেছেন, তিন মাস আগে পটিয়া থানায় একজন ওসি নিযুক্ত হন। কোনো ধরনের অভিযোগ ছাড়া হঠাৎ করে তফসিল ঘোষণার আগমুহূর্তে ১২ নভেম্বর ওই ওসিকে বদলি করা হয়েছে। এতে এমপির যোগসাজশ আছে।

লিখিত অভিযোগে বলা হয়, হুইপ সামশুল হক চৌধুরী দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য পছন্দের ওসি নেজাম উদ্দিনকে পটিয়া থানায় নিয়ে আসেন। ওসির নানাশ্বশুরবাড়ি পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে এবং হুইপের দূরসম্পর্কের আত্মীয়। আমি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে ওসি নেজাম আওয়ামী লীগ নেতা-কর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছেন। গত ৫ ডিসেম্বর হুইপ আচরণবিধি সংক্রান্ত বিষয়ে পটিয়া আদালতে হাজিরা দিতে আসার পথে ওসি পুলিশ প্রটেকশনের ব্যবস্থা করেছেন। এমনকি আমার ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশেও লোকজন চলাচল করতে দেওয়া হয়নি। হুইপ আদালতে হাজিরা শেষে নিজের গ্রামের বাড়ি রশিদাবাদে গেলেও ওসি নেজাম সেখানে ছুটে যান এবং হুইপের সঙ্গে গোপন বৈঠক করেন। গত ১ ডিসেম্বর শোভনদন্ডী এলাকায় হুইপের ভাইয়ের প্ররোচনায় আমার দলীয় কর্মী আশরাফুল আলম সাজ্জাদের বাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি হয়। সে বিষয়ে থানায় অভিযোগ করলেও ওসি কোনো ব্যবস্থা নেননি।

মোতাহেরুল ইসলামের অভিযোগ, ওসি নেজাম উদ্দিনের গতিবিধি পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম, তিনি প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনি এজেন্ডা বাস্তবায়ন করবেন। আমি মনে করি, বর্তমান ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে দিয়ে অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন সম্ভব নয়। অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে ওসি নেজাম উদ্দিনকে অন্যত্র বদলির জন্য আবেদন করছি। রাজশাহী : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি, আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে হুমকির ঘটনায় তাকে এ শোকজ করা হয়। গতকাল নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। এতে বলা হয়েছে, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে অত্র নির্বাচনি অনুসন্ধান কমিটির নজরে এসেছে যে, আপনি গত শনিবার (২ ডিসেম্বর) রাতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই রাজশাহীর চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেছেন। জনসভায় আপনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মো. মেরাজুল ইসলামকে জনসমক্ষে ‘কুলাঙ্গার’ বলে অপবাদসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন এবং আপনি ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। আপনার আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৬ (গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘন করেছেন। যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (গ) ও বিধি ১১ (ক) এবং বিধি ১২ লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তৎমর্মে আগামী রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’ এই শোকজ নোটিসের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তিনি কাউকে হুমকি দেননি। তিনি আইনকে সম্মান জানিয়ে নোটিশের জবাব দেবেন। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তার নির্বাচনি এলাকার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম। বরিশাল : বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক। তার পক্ষে গত বুধবার নির্বাচন কমিশনে এই আপিল করেন জাহিদ ফারুক অনুসারী আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবির। অভিযোগে সাদিক আবদুল্লাহর স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি রয়েছে এবং এই তথ্য হলফনামায় গোপন করার অভিযোগ করা হয়েছে। এর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগে জাহিদ ফারুক অভিযোগ করেন, সাদিক আবদুল্লাহর স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি রয়েছে এবং এ তথ্য হলফনামায় গোপন করা হয়েছে। কেবিএস আহমেদ কবির জানান, আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে এনেছিলাম। বিষয়টি তিনি আমলে না নেওয়ায় আমরা ইসির কাছে আপিল করেছি। ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই শেষে সাদিক আবদুল্লাহসহ বরিশাল সদরে আট প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জাহিদ ফারুক সাংবাদিকদের বলেন, ইসি এখন সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদী। এ বিষয়ে সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি ও আপিল করার অধিকার সবার আছে। তবে এ বিষয়ে ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবার দলীয় মনোনয়ন চেয়ে প্রত্যাখ্যাত হয়ে সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।  কুমিল্লা : কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের বিরুদ্ধে নির্বাচনি সভায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিস দেয় কুমিল্লা-৪ এর নির্বাচনি অনুসন্ধান কমিটি ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান। ওই কারণ দর্শানোর নোটিসে বলা হয়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার আপনার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে আপনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলেন, ‘রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুল তো পরের বিষয়, তুই আগে আমরার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশন তো দূরের কথা জামানত থাকত না। আপনি আরও বলেন, তোর ইউনিয়নের মধ্যে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ান হইছত, কত বড় গুন্ডা হইছত, তুই আমরার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত।... আমি তোর বাড়িতে গিয়ে ধরমু।’ যা নিয়ে একটি জাতীয় পত্রিকায় ও বিভিন্ন অনলাইন ভার্সনে সংবাদটি প্রচার হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন। ওই ভিডিও ক্লিপটি কমিটির কাছে সংরক্ষিত আছে। এমতাবস্থায়, ওই বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-৪ এর অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালত, কুমিল্লায় সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার বলেন, আমি আবুল কালামের আগে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করেছি। ভিডিওতে আমার বক্তব্য কিছুটা এডিটের পর প্রকাশ করা হয়েছে। হবিগঞ্জ : নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে শোকজ করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচিন অনুসন্ধান কমিটির দেওয়া বিধি ভঙ্গের শোকজের জবাব দিয়েছেন তিনি। গতকাল দুপুর ১২টায় হবিগঞ্জ জজ কোর্টে নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয় সিনিয়র সহকারী জজ সবুজ পালের কাছে লিখিত জবাব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর