শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি জমাল দ্বিতীয় টেস্টও

বাংলাদেশ এগিয়ে ৩০ রানে

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি জমাল দ্বিতীয় টেস্টও

মিরপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে নির্বিঘ্নে। দ্বিতীয় দিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে। গতকাল তৃতীয় দিন খেলা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পুরোটা হতে পারেনি। দিনের নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৭ মিনিট আগে আলোস্বল্পতায় খেলা বন্ধ করে দেন মাঠের দুই আম্পায়ার পল রেইফের ও রড টাকার। বন্ধ হওয়ার আগ পর্যন্ত খেলা হয়েছে মাত্র ৩২.৩ ওভার বা ১৯৫ বল। যেটুকু সময় খেলা হয়েছে, তাতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ম্যাচের যে চিত্র, তাতে ৩০ রানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। টেস্টের বাকি আরও দুই দিন, উইকেটের যে আচরণ, তাতে ম্যাচের ফল হবে মোটামুটি নিশ্চিত।

প্রথম দিন খেলা হয়েছে। টাইগাররা অলআউট হয়েছে ১৭২ রানে। খেলতে নেমে নিউজিল্যান্ডও সুবিধা করতে পারেনি। প্রথম দিন বল হাত দিয়ে আটকে ব্যক্তিগত ৩৫ রানে ‘হ্যান্ডলড দ্য বল’ বা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ হয়েছেন মুশফিকুর রহিম। মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৫৫ রান তুলতে ৫ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। দ্বিতীয় দিন বৃষ্টিতে খেলা হয়নি ১ বলও। দুপুর ১টা ৫৪ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারদ্বয়। গতকাল খেলা শুরু হয়েছে লাঞ্চের পর। ৫ উইকেটে ৫৫ রান নিয়ে খেলতে নেমে ১৮০ রান সংগ্রহ করে। টাইগারদের চেয়ে ব্ল্যাক ক্যাপসদের ৮ রানে এগিয়ে নেওয়ার নায়ক গ্লেন ফিলিপস। স্পিন অলরাউন্ডার গতকাল ব্যাটিংয়ে নামেন ৫ রান নিয়ে। এরপর শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। ৮৭ রানের ইনিংস খেলেন ৭২ বলে ৯ চার ও ৪ ছক্কায়। হাফসেঞ্চুরি করেন মাত্র ৩৮ বলে। টাইগারদের পক্ষে ৩টি করে উইকেট নেন মিরাজ ও তাইজুল। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাইম হাসান। ৮ রানে পিছিয়ে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে নাজমুল বাহিনী। প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়েন জাকির হোসেন ও অধিনায়ক নাজমুল। দলীয় ৩৮ রানে আউট হন টাইগার অধিনায়ক। শান্ত খেলেন ২৪ বলে ২ চারে ১৫ রান। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জাকির। ১৬ রান নিয়ে আজ তৃতীয় দিন ব্যাটিং করবেন ডান হাতি ওপেনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর