শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের আমলে মানুষ অধিকার পায়

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগের আমলে মানুষ অধিকার পায়

১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, পাকিস্তান আমলে আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি।

দেশ স্বাধীন হওয়ার পর আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এ দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছি। এ দেশে স্বাধীনতার পূর্ণ অধিকার আওয়ামী লীগের আমলে পেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষ তাদের অধিকার ভোগ করতে পারে।  ঝালকাঠি জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষে গতকাল সকালে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার মুক্তিযোদ্ধারা। বিকালে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। ৮ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি পাক হানাদারমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পালিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর