রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বপ্ন জাগিয়েও হেরে গেল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন জাগিয়েও হেরে গেল টাইগাররা

টার্গেট ১৩৭। উইকেটে বল লাটিমের মতো ঘুরছে। এই স্বল্প টার্গেটেই জয়ের স্বপ্ন দেখছিলেন নাজমুলরা। স্বপ্ন দেখলেও সেই কঠিন কাজের হার্ডলটা শেষ পর্যন্ত টপকাতে পারেনি বাংলাদেশ। অথচ পরিচিত উইকেট, পরিচিত আবহাওয়া ছিল অনুষঙ্গ। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের সব আক্রমণ সামলে নেন নিউজিল্যান্ডের দুই লেট অর্ডার ব্যাটার গ্লেন ফিলিপস ও মিচেল সান্তানার। দুজনে সপ্তম উইকেটে ৭০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটের অবিশ্বাস্য জয় উপহার দেন। এ জয়ে ১-১ ব্যবধানে শেষ হয়েছে সিরিজ। সিলেটে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছিল ১৫০ রানে। প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান এবং ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গ্লেন ফিলিপস। দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছে টাইগার বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। নাজমুল হোসেন শান্তদের পরবর্তী মিশন নিউজিল্যান্ড। তাসমান সাগর পাড়ের দেশটিতে টাইগাররা তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে। গতকাল টেস্ট খেলেননি এমন ১১ ক্রিকেটারের নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা। বাকিরা যাবেন সোমবার। ৫১ রানে পঞ্চম উইকেটের পতনের পর ক্রিজে আসেন ফিলিপস। তাইজুলের মুখোমুখি তৃতীয় বলে স্লিপে ক্যাচ দেন। স্লিপে দাঁড়ানো টাইগার অধিনায়ক নাজমুল ধরতে পারেননি। এরপর আর ফিরে তাকাননি। সান্তানারকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন। তার দৃঢ়তায় এক দিন আগেই শেষ হয় মিরপুর টেস্ট। অথচ টেস্টের প্রথম দিন খেলা হয়নি ৮.২ ওভার। দ্বিতীয় দিন পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে এবং তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ৩২.৩ ওভার। তারপরও স্পিন দাপটে ব্যাটারদের ছন্দহীন ব্যাটিংয়ে টেস্ট শেষ হয়েছে পৌনে চার দিনে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান। জবাবে নিউজিল্যান্ড ১৮০ রান করে ফিলিপসের আক্রমণাত্মক মেজাজে ৮৭ রানে ভর করে। দ্বিতীয় ইনিংসে নাজমুল বাহিনীকে বিধ্বস্ত করেন দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল সান্তানার। বিশেষ করে প্যাটেল একাই ধসিয়ে দিয়েছেন টাইগারদের ব্যাটিং লাইন। তৃতীয় দিন শেষ করেছিল টাইগাররা ২ উইকেটে ৩৮ রান নিয়ে। গতকাল অলআউট হয় ১৪৪ রানে। প্যাটেল ও সান্তানারের ঘূর্ণির বিরুদ্ধে প্রত্যয়ী ব্যাটিং করেন ওপেনার জাকির হাসান। খেলেন ৫৯ রানের ইনিংস। এ ছাড়া দুই অঙ্কের রান করেন নাজমুর ১৫, মুমিনুল ১০ ও তাইজুল ১৪*। প্যাটেলের স্পেল ১৮-১-৫৭-৬। সান্তানারের স্পেল ১১-০-৫১-৩।

টার্গেট ১৩৭। দুই টাইগার স্পিনার মেহেদি মিরাজ ও তাইজুলের ঘূর্ণিতে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েন ব্ল্যাক ক্যাপসরা। তখন জয়ের স্বপ্ন দেখতে থাকেন টাইগাররা। কিন্তু ফিলিপসের ক্যাচ মিস করার    পর ম্যাচ থেকে ছিটকে পড়ে নাজমুল বাহিনী। পরে আর ম্যাচে ফেরা     হয়নি বাংলাদেশের।  

সর্বশেষ খবর