রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আন্তদেশীয় সম্পর্কের সমীকরণ জটিল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

আন্তদেশীয় সম্পর্কের সমীকরণ জটিল হচ্ছে

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরেণ্য অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার যত বেশি জনসমর্থনপুষ্ট হবে, বিদেশি শক্তি বা বহুজাতিক কোম্পানিগুলোর অন্যায় ও অন্যায্য সুযোগের প্রবণতা ততই সামলানো যাবে। এটিই হলো ভূরাজনীতি ও ভূ-অর্থনীতি। যা সামাল   দেওয়া বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য চ্যালেঞ্জ। ভূরাজনীতি পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী আন্তদেশীয় সম্পর্কের সমীকরণও জটিল হচ্ছে। স্বল্পোন্নত দেশগুলোকে এই টানাপোড়েনের মধ্যে পড়তে হচ্ছে। এর মধ্যে ঝুঁকিও আছে, লাভবান হওয়ারও সুযোগ আছে। গতকাল রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের শেষ দিনের একটি সেশনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদী সাত্তার।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, রাজনৈতিক কারণে অর্থনৈতিক হাতিয়ার ব্যবহারের প্রভাব চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলাফল খুব দৃশ্যমান হয়েছে। এটি প্রমাণ করেছে যে, বৃহৎ আকারের সংঘাতে অর্থনৈতিক সরঞ্জামগুলোর এ ধরনের ব্যবহারের প্রভাব সারা বিশ্ব অর্থনীতির জন্য কতটা বিঘিœত হতে পারে। বিশ্ববাজারে বাংলাদেশকে বাণিজ্য বাড়াতে হলে, উচ্চ করপ্রবণতা কমাতে হবে। বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রপ্তানিতে এত দিন যেসব প্রণোদনা দিয়ে আসছে সরকার, তা আমদানির ক্ষেত্রেও বাড়াতে হবে। তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবের তুলনায় চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ কম দৃশ্যমান হতে পারে। তবে সারা বিশ্ব অর্থনীতির জন্য এর প্রভাব সুদূরপ্রসারী এবং দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমবর্ধমান সংঘর্ষ, বিনিয়োগের বিধিনিষেধ, রপ্তানি নিয়ন্ত্রণ এবং শুল্ক কাঠামো বিশ্বের এ দুটি বৃহত্তম অর্থনীতির রপ্তানি এবং জিডিপিতে সরাসরি স্বল্পমেয়াদি বিরূপ প্রভাব ফেলেছে। তিনি বলেন, এটি লক্ষণীয় যে, বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন একে অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদার। এটি সত্য যে, কিছু উন্নয়নশীল দেশ মার্কিন বাণিজ্য ও বিনিয়োগকে চীন থেকে দূরে সরিয়ে নেওয়ার সুযোগ নিতে পারে। দক্ষতা এবং বিনিয়োগের অনুকূল জলবায়ু। উদাহরণস্বরূপ, ভিয়েতনাম এক্ষেত্রে বাংলাদেশের তুলনায় ভালো অবস্থানে আছে বলে মনে করেন এ অর্থনীতিবিদ।

সর্বশেষ খবর