রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গতকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ব্যারিস্টার মইনুল হোসেনের জুনিয়র আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিজ জানান, কয়েকদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যা ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আজ রাজধানীর বারিধারা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাদ জোহর দ্বিতীয় জানাজা। এরপর আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি নিউনেশন-এর স্বত্বাধিকারী ছিলেন তিনি। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া তার বাবা। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়    থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তারপর মিডল টেম্পলে আইন বিষয়ে পড়াশোনা করেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।

সর্বশেষ খবর