রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায় না

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায় না

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ কোনো টিম অর্থাৎ পর্যবেক্ষক পাঠাবে না। তেমন কোনো ব্যবস্থাও নেই। সাধারণ পরিষদ অথবা সিকিউরিটি কাউন্সিলের বিশেষ কোনো আদেশ অথবা ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ কোথাও পর্যবেক্ষক পাঠায় না। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক।  প্রশ্নটি ছিল, বাংলাদেশ অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। সেই নির্বাচনে গণতান্ত্রিক বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো সবধরনের সহযোগিতাকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশের সাধারণ নির্বাচনকালে জাতিসংঘ কী কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে? জবাবে ডোজারিক বলেন, ‘না। খুবই সাম্প্রতিককালে, যতটা স্মরণে আসছে, নির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া পর্যবেক্ষক পাঠানো হয় না।’ এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন কর্তৃক জাতিসংঘ মহাসচিবকে সম্প্রতি পাঠানো এক চিঠির ব্যাপারে জানতে চাইলে স্টিফেন ডোজারিক বলেন, চিঠিটি আমি দেখিনি। বিশদভাবে বাংলাদেশে নির্বাচনের কথা বলতে গেলে আমরা চাই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য হোক।

সর্বশেষ খবর