রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাস্তবে উন্নয়নকে যদি জনগণের জন্য, জনস্বার্থে অর্থবহ করতে হয়, তাহলে গণতন্ত্র অপরিহার্য। মানুষের বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্রের বাস্তব উন্নয়ন অর্থবহ করা যায়। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।’ গতকাল রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মানুষের মৌলিক অধিকারের অন্যতম হাতিয়ার গণমাধ্যমের স্বাধীনতা। সরকারকে জবাবদিহি করার জন্য যেসব অরাষ্ট্রীয় শক্তি আছে, তার মধ্যে শীর্ষে গণমাধ্যম।

সভাপতির বক্তব্যে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘যখন গণগ্রেফতার করা হয় তখন পুলিশ নিজেই ভুলে যায় কাদেরকে ধরেছে। দিনের পর দিন তারা তাদের হেফাজতে থাকে তারপরও স্বজনদের খবর দেওয়া হয়নি। এমন বিচারহীনতার মধ্যে আমরা বাস করছি।’ সুলতানা কামাল আরও বলেন, কেউ বলছেন জিরো টলারেন্স থেকে এখন সহনশীল হয়ে গেছে। আমি এর সঙ্গে যোগ করতে চাই, শুধু সহনশীল নয়, প্রশ্রয় দেওয়া হয়। শুধু যে সহ্য করা হচ্ছে দুর্নীতি, শুধু যে সহ্য করা হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন, শুধু যে সহ্য করা হচ্ছে অন্যায়-অবিচার-অনাচার, তা নয়, আশ্রয়ও দেওয়া হচ্ছে। সহ্যের থেকে সীমা আরেকটু অতিক্রান্ত হয়ে গেছে। টিআইবির সহসমন্বয়ক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ) জাফর সাদিক বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত করার জন্য আইন হচ্ছে না। বাক, মত ও চিন্তার স্বাধীনতার বিকল্প শুধু এর পূর্ণ স্বাধীনতাই হতে পারে। কোনো বিরুদ্ধমত দমনের মাধ্যমে কখনো কোনো উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্র গড়ে উঠতে পারে না।

সর্বশেষ খবর