সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আপিলে প্রার্থিতা পেলেন ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক

আপিলে প্রার্থিতা পেলেন ৫৬ জন

নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে বাছাইয়ে বাদ পড়া ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল নির্বাচন কমিশনের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি হয়। গতকাল প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ শুনানি চলে। গতকাল রবিবার শুরু হওয়া এ আপিল শুনানি চলবে পর্যায়ক্রমে আর পাঁচ দিন। প্রথম দিনে ৯৪ জনের আপিল আবেদনের শুনানি হয়েছে বলে জানান ইসির যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার। এসব আবেদনের মধ্যে ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এ ছাড়া ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর হয়েছে এবং ছয়জনের আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। এদিকে সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা     বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে। রবিবার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন। প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের শেষ হয়েছে শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। তারপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।

প্রথম দিনের আরও যারা প্রার্থিতা ফিরে পেলেন : টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদার, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক জিয়া, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান, যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান, গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কবির মিয়া, খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু, চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান, খুলনা-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান, মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার, ঢাকা-২০ আসনের সুপ্রিম পার্টির প্রার্থী মো. মিনহাজ উদ্দিন, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম, চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনএফ প্রার্থী মমতাজ সুলতানা আহমেদ, মাদারীপুর-২ আসনের সুপ্রিম পার্টির প্রার্থী ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব, যশোর-৩ আসনের জাকের পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৩ আসনের জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী শেখ নুরুজ্জামান, মুন্সীগঞ্জ-২ আসনের বিএনএফের প্রার্থী মো. বাচ্ছু শেখ, যশোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ, কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহা. ফিরোজ আল মামুন, কুমিল্লা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ টি এম মঞ্জুরুল ইসলাম, যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল ইসলাম, বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম, সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবদুর রব, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিকল্প ধারার প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর, শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা, ময়মনসিংহ-১১ আসনের সুপ্রিম পার্টির প্রার্থী এ বি এম জিয়া উদ্দিন, নীলফামারী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. দেলাব্বর হোসেন, ঢাকা-১৩ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. জাফর ইকবাল নান্টু, গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী, কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম, নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, জামালপুর-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. গোলাম মোস্তাফা, পাবনা-২ আসনের জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী, গাজীপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, ঝালকাঠী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মুহাম্মদ ফখরুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফ জাই, শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী, সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হালিমুল হক মীরু, কুড়িগ্রাম-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আবদুল হামিদ, বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন (হিরো আলম) এবং নেত্রকোনা-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আজহারুল ইসলাম খান। এদিনে ঢাকা-১২ আসনের জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু, কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ, খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. শহীদ আলম, লক্ষ্মীপুর-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ আউয়াল এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমানের আবেদন শুনানি হলেও ইসি রায় ঘোষণা করেনি। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ হওয়া স্বতন্ত্র প্রার্থী বরিশাল-৫ আসনের জাহিদ ফারুকের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল শুনানি হলেও তার রায় ঘোষণা হয়নি।

প্রার্থিতা ফিলে পেয়ে যা বললেন : প্রার্থিতা ফিরে পেয়ে নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, প্রার্থিতা যখন বাতিল হলো, তখন শোকের ছায়া ছিল। প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে, কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবেন কি না, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবেন কি না, এটিই হলো চ্যালেঞ্জ। মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) বলেন, এবারের বিএনপি নির্বাচনে এলে আরও বেশি উৎসবমুখর পরিবেশে ও কোয়ালিফাইড নির্বাচনটা হতো। নির্বাচন হয়েই যাবে কি না, বিষয়টা এরকম না। নির্বাচন আসলে হয়েই যাচ্ছে, হয়েই যাবে। নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নির্বাচন হওয়ার পর বলা যাবে। নির্বাচন ভালো হবে বলে মনে করছেন পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী। তিনি বলেন, এবার নির্বাচন ভালো হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রার্থিতা ফিরে পেয়ে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় নাকি অসুষ্ঠু হয় তা প্রমাণ করে দিতে পারি। শেষ পর্যন্ত মাঠে থাকব। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবো আশা করি।

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বুবলী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলী। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি গণমাধ্যমে বুবলী নিশ্চিত করেছেন। তিনি প্রার্থিতা ফিরে পেতে বুধবার ইসিতে আপিল করেছিলেন।  প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বুবলীর কর্মী-সমর্থকরা। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা সাঘাটা-ফুলছড়ির বিভিন্ন এলাকায়, হাট-বাজার ও চা দোকানে আনন্দে মিষ্টি বিতরণ করেন।

সর্বশেষ খবর