সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটের আগেই অবসরে চার সচিব

ওয়াজেদ হীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই কর্মরত সচিবদের মধ্যে তিনজন দায়িত্ব থেকে বিদায় নিয়ে অবসরে যাবেন। এ ছাড়া চুক্তিতে নিয়োগ পাওয়া এক সিনিয়র সচিবের মেয়াদ শেষ হবে ভোটের আগেই। সবমিলে নির্বাচনের আগে অবসরে যাবেন সিনিয়র সচিব ও সচিব পদের চার কর্মকর্তা। শূন্য পদে যাওয়ার জন্য অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ১৩ ব্যাচের কর্মকর্তারা আশায় আছেন। কেউ পুনরায় চুক্তিতে নিয়োগ পেলে সে ক্ষেত্রে নতুনদের জন্য পদ সংকীর্ণ হয়ে যাবে। তবে ভোটের আগে এখন আর কাউকে চুক্তিতে নিয়োগ দেবে না এমনটাই ধারণা কর্মকর্তাদের। পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী অবসরে যাবেন ৩১ ডিসেম্বর। প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ২০২২ সালের ৪ জুন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের পয়লা জানুয়ারি অবসরে যাবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। তিনি ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তির মেয়াদ শেষে অবসরে যাবেন আগামী ৬ জানুয়ারি। এনবিআর-এর চেয়ারম্যান হিসেবে ২০২১ সালে দুই বছর মেয়াদে তাকে চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনে রদবদল করতে হলে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রয়োজন হয়। তবে সরকারের রুটিন দায়িত্বের ক্ষেত্রে সে নির্দেশনা লাগছে না। সচিব পদে কাউকে দায়িত্ব দেওয়া হলে সেখানেও ইসির নির্দেশনা লাগবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্? উদ্দিন চৌধুরী। বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সচিব পদে কাউকে পদায়ন করা সরকারের রুটিন কাজ। ১৫ নভেম্বর ইসির তফসিল ঘোষণার পরে গতকাল পর্যন্ত দুজনকে সচিব এবং দুজনকে সিনিয়র সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভোটের আগে যারা অবসরে যাবেন সেখানে ১৩ ব্যাচ থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হবে। ইতোমধ্যে ১৩ ব্যাচের কর্মকর্তারা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর