সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদ অকার্যকর

প্রতিদিন ডেস্ক

নিরাপত্তা পরিষদ অকার্যকর

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সদস্যদের মধ্যে ঐকমত্য না থাকায় নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখপ্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। রবিবার কাতারে দোহা ফোরামে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তির নিন্দা জানান গুতেরেস। এক দিন আগে যুদ্ধবিরতির ওই প্রস্তাব তোলা হয়। যদিও ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাবে সমর্থন জানায়। কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিলে তা সফলতার মুখ দেখেনি। গুতেরেস বলেন, সদস্যদের ‘ভূকৌশলগত বিভাজনের কারণে পরিষদ পক্ষাঘাতগ্রস্ত’ হয়ে পড়েছে। এর ফলে হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘের ‘কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন গুতেরেস। এর আগে কাতারসহ কয়েকটি পক্ষের মধ্যস্থতায় গত ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

সর্বশেষ খবর