সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ নির্বাসনে যাবে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নির্বাসনে যাবে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারকে উদ্দেশ করে বলেছেন, ৭ জানুয়ারি পর্যন্ত যদি যেতে পারেন, তাহলে এই নির্বাচন আপনাদের নির্বাসনে পাঠাবে। আওয়ামী লীগ এমনিতেই নির্বাসনে গেছে। মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করে না। আওয়ামী লীগকে বলে পুলিশ লীগ। তিনি আরও বলেন, সমস্ত জিনিসের দাম বেড়েছে। মানুষের পেটে ক্ষুধার আগুন, খাবার নেই। আর ওরা বলছে উন্নয়ন খাও। নৌকা এখন আর ভাসে না। নৌকা আকাশ দিয়ে উড়ে। নৌকার মধ্যে লুটের চাল, লুটের সম্পদ। এ নৌকা আর জনগণের নৌকা নেই। গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ের সামনে গণতন্ত্র মঞ্চের মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের মনির উদ্দীন পাপ্পু প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর