বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

খাগড়াছড়িতে চার ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

১৮ ডিসেম্বর সড়ক অবরোধ এক মাস বাজার বয়কট

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় চার ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের) নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিন ইউপিডিএফ নেতা। নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), জেলা সহসভাপতি লিটন চাকমা (২৯), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা (১৮) ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯)। নিখোঁজ নেতারা হলেন- হরি কমল ত্রিপুরা, নীতি দত্ত চাকমা ও প্রকাশ ত্রিপুরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পানছড়ি বাজার বয়কট ও ১৮ ডিসেম্বর সারা জেলায় সড়ক অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ। সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরণ চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ইউপিডিএফ সমর্থিত নেতা-কর্মীরা যুব সম্মেলন করার জন্য লোগাং এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। মঙ্গলবার (গতকাল) এ সম্মেলন হওয়ার কথা ছিল। ঘটনার সময় নেতা-কর্মীরা অনিলপাড়া নামক গ্রামে স্থানীয় অতুল চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সোমবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ করে প্রতিপক্ষরা বাড়িতে এসে একে একে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে। এ ছাড়া তাদের তিন ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা, নীতি দত্ত চাকমা ও প্রকাশ ত্রিপুরা নিখোঁজ রয়েছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। ইউপিডিএফ এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে। তবে ইউপিডিএফ গণতান্ত্রিকের শ্যামলকান্তি চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তারা জড়িত নন। স্থানীয় লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা ও  চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সশস্ত্র কিছু লোক অনিলপাড়ার অতুল চাকমার বাড়ি ঘেরাও করে। পরে চারজনকে গুলি করে হত্যা করে ও তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে হত্যার প্রায় ২০ ঘণ্টা পর পিসিপির চার নেতার লাশ উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ির দুর্গম অনিলপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ভীতি ও আতঙ্কের মধ্যে আছে বলে জানান এই দুই চেয়ারম্যান। পানছড়ি থানার ওসি শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন : এদিকে খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে প্রসীতপন্থি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা বিপুল চাকমাসহ চারজনকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাসিব জামানের সঞ্চালানায় আরও বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আলিফ মাহমুদ।

সর্বশেষ খবর