বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সাক্ষাৎকার - সৈয়দ নাসিম মঞ্জুর

অর্থনীতির গতি ধরে রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতির গতি ধরে রাখতে হবে

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, সামগ্রিক ভাবে দেশের অর্থনীতির যে গতি আছে সেটা যেন না হারায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আমরা যখন করোনা মোকাবিলা করছিলাম, তখন সরকারের পক্ষ থেকে অনেক ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ভ্যাকসিন আনার পাশাপাশি খুব দ্রুত আমাদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করায় দেশের অর্থনীতির অবস্থা ভালো ছিল। কিন্তু এখন যেভাবে বিশ্বব্যাপী মুল্যস্ফীতি বেড়েছে, আবার আমাদের অভ্যন্তরীন ডলার সংকট তৈরি হয়েছে, রপ্তানি বাজারের চাহিদা একদম কমে গেছে। ম্যাক্রো ইকোনোমির পরিস্থিতি আগের চেয়ে বেশি কঠিন হয়েছে। তিনি বলেন, সুদের হার বাড়ছে, অনেক বেড়ে গেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা যারা আছেন, এই সময়ে তাদেরকে কীভাবে সহায়তা করা যায়, এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। সামগ্রিক ভাবে ব্যাংকের সুদহার যেটা বাড়ছে, এটা বাড়াতে হবে সেটা আমরা মানি। সেখানে আমার মনে হয়, খাতভিত্তিক কিছু পরিকল্পনা করা দরকার। যেসব খাত খুবই ঝুকিপূর্ণ তাদেরকে কীভাবে সুরক্ষা দিতে পারি, এটাও চিন্তা করার একটা সময় এসেছে। পুরোটা যেহেতু আমাদের ব্যাপার না, আন্তর্জাতিক ভাবে চাহিদা কমে গেছে, এই মুহূর্তে আমাদের যেখানে যেখানে সহায়তা দেওয়া সম্ভব, সেখানে সহায়তা দেওয়া দরকার। আর সামগ্রিক ভাবে আমাদের অর্থনীতির যে গতি, সেটা যেন না হারায়, সে দিকে দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।

সর্বশেষ খবর