বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিন দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ আপিল শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল তৃতীয় দিনের শুনানি শেষে এমন তথ্য জানিয়েছেন ইসির আইন শাখার কর্মকর্তারা। তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি হয়েছে। এতে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৩৫ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

সোমবার দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫১ জন তাদের প্রার্থিতা ফেরত পান। ৪১ জনের আবেদন নামঞ্জুর হয়। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। এর আগে রবিবার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয় এবং ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন। তিন দিনের আপিল শুনানিতে মোট ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেলেন। এদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

যারা প্রার্থিতা ফিরে পেলেন : গতকাল প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছেন- ঢাকা-১৮ আসনের বশির উদ্দিন, যশোর-৫ আসনের হুমায়ুন সুলতানা, ঠাকুরগাঁও-৩ আসনের আশা মণি, সুনামগঞ্জ-২ আসনের মিজানুর রহমান, রংপুর-৬ আসনের মো. সিরাজুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের মাসুম ইকবাল, ঝালকাঠি-১ আসনের মনিরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের সাহাবুদ্দিন আহমেদ; সিলেট-৩ আসনে ইহতেশামুল হক, ঢাকা-১৪ আসনে জেড আই রাসেল, লালমনিরহাট-২ হালিমা খাতুন, খুলনা-৩ ফাতেমা জামান সাথী, নীলফামারী-১ ইমরান কবির চৌধুরী, গাইবান্ধা-১ আবদুল্লাহ নাহিদ নিগার, কুমিল্লা-৫ জাহাঙ্গীর খান চৌধুরী, ঢাকা-২ ডা. হাবিবুর রহমান, ঢাকা-১৪ লুৎফর রহমান, রাজশাহী-৫ ওবায়দুর রহমান, কিশোরগঞ্জ-৫ সুব্রত পাল, রংপুর-৫ জাকির হোসেন, লালমনিরহাট-১ কে এম আমজাদ হোসেন, বরিশাল-৬ জাকির খান, বগুড়া-৬ সৈয়দ কবির আহমেদ, ফেনী-২ এ এস এম আনোয়ারুল করিম, নারায়ণগঞ্জ-২ শরীফুল ইসলাম, চুয়াডাঙ্গা-২ নুর হাকিম, লক্ষ্মীপুর-১ হাবিবুর রহমান পবন এবং নীলফামারী-৩ হুকুম আলী প্রার্থিতা ফিরে পেয়েছেন। কুমিল্লা-১ ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. নাসির উদ্দিন, গোপালগঞ্জ-২ জাসদের মো. ফুল মিয়া মোল্লা, কুমিল্লা-১১ গণফোরামের আবদুর রহমান জাহাঙ্গীর, নোয়াখালী-২ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম, চট্টগ্রাম-১২ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন ও মৌলভিবাজার-৩ মো. আবদুর রউফ এবং কুমিল্লা-২ আবদুছ সালাম। এ ছাড়া নোয়াখালী-২ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন, সিলেট-২ বাংলাদেশ কংগ্রেস মো. জাহির, সিলেট-৪ তৃণমূল বিএনপির মো. আবুল হাসেন, সিলেট-৩ ইসলামী ঐক্যজোটের মো. মইনুল ইসলাম, নোয়াখালী-৩ জাসদের জয়নাল আাবদিন, কুমিল্লা-১০ সুপ্রিম পার্টির এম অহিদুর রহমান, ফরিপুর-৩ বিএনএম-এর গোলাম রাব্বানী খান, ঢাকা-১৯ জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, ঢাকা-৭ জাসদের হাজী মো. ইদ্রিস ব্যাপারী, নরসিংদী-৫ বিএনএফ বিটু মিয়া, নরসিংদী-৩ গণফোরামের মোহাম্মদ মাহফুজুর রহমান, ফেনী-১ জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল, নোয়াখালী-৬ জাতীয় পার্টির মুশফিকুর রহমান, খুলনা-৪ বাংলাদেশ কংগ্রেস মরিয়ম সুলতানা, সিরাজগঞ্জ-৬ ওয়ার্কাস পার্টির মো. রেজাউর রশীদ খান, ঢাকা-১৮ তৃণমূল বিএনপি মোহাম্মদ মফিজুর রহমান, মানিকগঞ্জ-১ জাতীয় পার্টির মো. হাসান সাইদ, ঢাকা-১০ মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার, পিরোজপুর-১ তৃণমূল বিএনপি মো. ইয়ার হোসেন রিপন, চট্টগ্রাম-১৬ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আশিষ কুমার শীল, কুষ্টিয়া-২ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন আরিফুর রহমান, কুমিল্লা-১ জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, ঢাকা-১৬ সুপ্রিম পার্টির তৌহিদুল ইসলাম, কুমিল্লা-৩ বাংলাদেশ কংগ্রেসের মো. আমিনুল ইসলাম, কক্সবাজার-৩ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) শামীম আহসান।

প্রার্থিতা ফিরে পেলেন না পাপুলের স্ত্রী সেলিনা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। গতকাল নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র নামঞ্জুর করা হয়। সেলিনা ইসলাম সাবেক সংসদ সদস্য (কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের দায়ে দন্ডিত) মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে পাপুলের স্ত্রী। এ ছাড়া তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও। এর আগে দুদকের মামলার তথ্য গোপন করার অভিযোগে সেলিনা হোসেনের মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

সর্বশেষ খবর