বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতের সংসদে তুলকালাম

ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক এমপিদের ছোটাছুটি কয়েকজন গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

ভারতের সংসদে তুলকালাম

ফিরে এলো ভারতের সংসদে হামলার সেই ভয়াবহ স্মৃতি। প্রায় দুই যুগ আগে ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদে জঙ্গি হামলায় আট নিরাপত্তারক্ষীসহ মৃত্যু হয়েছিল ৯ জনের। ২২ বছর পর গতকাল দুপুরে সেই আতঙ্ক ছড়াল সংসদের ভিতরে। অধিবেশন চলাকালীন ‘স্মোক বোম’ হামলার গুজব ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে গেল সংসদ সদস্যদের মধ্যে। সেই সঙ্গে সংসদের নিরাপত্তার বিষয়টি ফের সামনে এলো।

গতকাল দুপুর ১টা ২ মিনিটে শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের জিরো আওয়ারে বক্তব্য রাখছিলেন বিজেপির সংসদ সদস্য খগেন মুর্মু। ঠিক সে সময় ঘটে এ ঘটনা। অধিবেশন চলাকালীন ভিজিটরস গ্যালারি থেকে লাফিয়ে পড়েন সংসদের ওয়েলে। এরপরই হাতে থাকা ক্যান ছুড়ে মারেন তারা। মুহূর্তের মধ্যেই সেই ক্যান থেকেই নির্গত হলুদ ধোঁয়ায় ছেয়ে যায় অধিবেশন কক্ষ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সদস্যদের মধ্যে। অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসতে থাকেন তারা। খবর পেয়ে সেখানে ছুটে আসে নিরাপত্তারক্ষীরা। সংসদ ভবনের ভিতরে এ গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সংসদে আতঙ্ক ও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাগর শর্মা ও ডি মনোরঞ্জন। তারা উভয়ই ভিজিটরস পাস নিয়ে সংসদের ভিতরে প্রবেশ করেন। যাদের মধ্যে অভিযুক্ত সাগর শর্মার ডিজিটর পাস ইস্যু করেন বিজেপি সদস্য প্রতাপ সিনহা। পরে সংসদ ভবনের বাইরে ট্রান্সপোর্ট ভবনের ঠিক সামনে ক্যান/রঙিন গ্যাস নিয়ে বিক্ষোভ করার অভিযোগে আরও এক ব্যক্তি এবং এক নারীকে আটক করে দিল্লি পুলিশ। তারা হলেন- অমল সিন্ধে (২৫) ও নীলম (৪২)। পরে অভিযুক্ত সবাইকে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট পুলিশ থানায়। এ ঘটনায় সংসদের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতবি রাখা হয়। গোটা ঘটনা নিয়ে লোকসভার কংগ্রেস সদস্য কার্তি চিদাম্বরম গণমাধ্যমের কর্মীদের জানান, হঠাৎ করেই ভিজিটর গ্যালারি থেকে ২০ বছর বয়সী দুই যুবক অধিবেশন কক্ষে ঢুকে পড়ে এবং তাদের হাতে টিনের কৌটা ছিল যার মধ্য থেকে হলুদ ধোঁয়া বেরোচ্ছিল। তাদের একজন স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল। তার আশঙ্কা, ক্যান থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত হলেও হতে পারে। কংগ্রেস সদস্য অধীর রঞ্জন চৌধুরী জানান, এক যুবক পাবলিক গ্যালারি থেকে নিচে লাফিয়ে পড়ে এবং সে গ্যাস ছড়াচ্ছিল, সেই গ্যাস চোখে লাগার পর চোখ জ্বালা করছিল। ঘটনার পর লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদে ভাষণ দিয়ে বলেন, অধিবেশন কক্ষের ভিতরে থাকা অভিযুক্ত দুজনকেই আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে থাকা জিনিসপত্রও জব্দ করা হয়েছে। সংসদের বাইরের দুজনকেও পুলিশ গ্রেফতার করেছে। জিরো আওয়ারে ঘটে যাওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এটি শুধু একটি ধোঁয়াই ছিল এবং এতে চিন্তা করার কিছু নেই। কিন্তু সংসদের মতো একটি হাইপ্রোফাইল সিকিউরিটি জোনে কীভাবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ‘স্মোক বোম’ নিয়ে ওই দুই যুবক ভিতরে ঢুকে পড়ল সেটাই এখন বড় প্রশ্ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর