বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
হাছান মাহমুদ

খুঁজে বের করে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা রেললাইন কেটেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো-এ কোন রাজনীতি সে প্রশ্নও রাখেন তিনি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী আরও বলেন, গাজীপুরে ট্রেন লাইনের ২০ ফুট কেটে দেওয়া হয়েছে।

এতে সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। একজন যাত্রী নিহত হয়েছেন। অর্ধ শতাধিকের বেশি যাত্রী আহত হয়েছেন। রাজধানীতেও কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা মনে করছেন ট্রেন লাইন কেটেছে পুলিশ তাদের খুঁজে পাবে না। কিন্তু পুলিশ অবশ্যই তাদের খুঁজে বের করবে। তাদের বিরুদ্ধে মামলা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, মানুষ ও গাড়ি-ঘোড়া পোড়ানো, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়। এগুলো সন্ত্রাসী, দেশবিরোধী, জনবিরোধী কর্মকান্ড। বিএনপির কর্মকান্ডের বর্বরতা, হিংস্রতা, নৃশংসতা হিংস্র হায়েনাকেও হার মানিয়েছে। তথাকথিত অবরোধ শুরু হওয়ার পর দেশের কোথাও অবরোধ পালিত হয়নি। কিন্তু এ পর্যন্ত ৩৫০ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সাতজনের বেশি মানুষ নিহত হয়েছে। বহু মানুষ আগুনে দগ্ধ হয়েছে।  এ অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। সবাই যদি এর বিরুদ্ধে আওয়াজ তুলি তাহলে এ অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হবে। তিনি বলেন, দেশ এখন নির্বাচনি উৎসবমুখর। কিন্তু নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে গুপ্তস্থান হতে অবরোধের ডাক দেওয়া হচ্ছে। দেশের মানুষ তো এতে সাড়া দেয়নি। জাতীয় পার্টির সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, আমিও বিশ্বাস করি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল করবে। জাতীয় পার্টি আমাদের দীর্ঘদিনের সহযোগী, গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করার জন্য তারা আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আজকের পরিস্থিতিতেও জাতীয় পার্টি আগের মতোই আমাদের সহযোগী হিসেবে কাজ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর