শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইসির নির্দেশনা বাস্তবায়ন করা হবে

নিজস্ব প্রতিবেদক

ইসির নির্দেশনা বাস্তবায়ন করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সঠিক, সুন্দর ও নিরপেক্ষভাবে একটি নির্বাচন হতে দেওয়ার জন্য সিইসি যা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নিরাপত্তা বাহিনী সেগুলো বাস্তবায়ন করবে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ ডিসেম্বরের পর প্রচারণা ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ না করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। একই সঙ্গে রেলপথে যাত্রীদের শতভাগ সুরক্ষা দিতে রেল মন্ত্রণালয়ের প্রয়োজন অনুসারে রেলপুলিশের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেওয়া নির্বাচন কমিশনের নির্দেশনা সংবিধান পরিপন্থি কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা যখন একটি নির্দেশনা দিয়েছে, তা সংবিধান দেখেই দিয়েছে। এখানে সংবিধান লঙ্ঘন হওয়ার কিছু নেই।

সর্বশেষ খবর