বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নৌকার দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

আপিলেও টিকল না বিকল্প ধারার মান্নানের প্রার্থিতা

নিজস্ব প্রতিবেদক

খেলাপি ঋণের দায়ে যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এদিকে লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে। বাছাইয়ে ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিল রিটার্নিং অফিসার। যশোর-৪ আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল : যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলকে খেলাপি ঋণের দায়ে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল একই আসনের অপর দুই প্রার্থীর আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন এ রায় দেয়। গত ৩ নভেম্বর যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইকালে ওই প্রার্থীকে ঋণখেলাপি জানিয়ে বাতিলের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ অপর দুই প্রার্থী আবেদন জানিয়েছিলেন। তবে শুনানি শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করলে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী রণজিৎ কুমার রায় ও বিএনএম প্রার্থী সুকৃতি মন্ডল নির্বাচন কমিশনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল করেন। শুনানি শেষে বের হয়ে এনামুল হকের আইনজীবী হারুনুর রশিদ খান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি সেখানে আমরা ন্যায়বিচার পাব।

আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন নির্বাচনে অংশ নিতে পারবেন না : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাই কোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে সালাহউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, অ্যাডভোকেট আহসানুল করিম। জনতা ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। জনতা ব্যাংকের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, এ আদেশের ফলে সালাহউদ্দিন আহমেদ ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে সালাহউদ্দিনের আইনজীবী জানিয়েছেন, প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনে যাবেন তারা। গত ৩ ডিসেম্বর ঋণখেলাপির তালিকার নাম থাকায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।

আপিলেও টিকল না বিকল্পধারার মান্নানের প্রার্থিতা : লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে। বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দিনের মতো শুরু হওয়া ইসির আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিল করা হয়।

সর্বশেষ খবর