শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আপিলে চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৪ জন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ২১৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫৩ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া দুটি আপিল মঞ্জুর হয়েছে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। এর মধ্যে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের (বাবুল) মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান শামছুল আবেদীনের বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগে আপিল করেছিল অগ্রণী ব্যাংক। সে আপিল মঞ্জুর হয়। তাতে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। এদিকে মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন, সোমবার দ্বিতীয় দিনে ৫১ জন এবং রবিবার প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত চার দিনে মোট ২১৩ জনের প্রার্থিতা ফিরিয়ে দেন। প্রার্থিতা ফিরে পেলেন যারা : নীলফামারী-৩ আসনের কল্যাণ পার্টির মো. বাদশা আলমগীর, ঢাকা ১৮ আসনের  তৃণমূল বিএনপির ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম, কুমিল্লা-৭ আসনের জাকের পার্টির মো. শহিদুল ইসলাম, ঢাকা-৩ আসনের জাতীয় পার্টির মো. ফারুক, চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ কংগ্রেসের  মহিবুর রহমান বুলবুল, নেত্রকোনা-৪ আসনের তৃণমূল বিএনপির মোহাম্মদ আল মামুন, কুড়িগ্রাম-৪ তৃণমূল-বিএনপির মোহাম্মদ আতিকুর রহমান খান, লালমনিরহাট-৩ স্বতন্ত্র মোহাম্মদ জাবেদ হোসেন, ঢাকা-১৪ বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট মো. আসিফ হোসেন, কুমিল্লা-৩ জাকের পার্টির বেনজির আলম অনন, মুন্সীগঞ্জ-২ বাংলাদেশ কংগ্রেসের কামাল খান, ফেনী- ১ স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী, রাজশাহী-৩ মুক্তিজোটের মো. এনামুল হক,  চট্টগ্রাম-৮ স্বতন্ত্র বিজয় কুমার চৌধুরী, পাবনা-২ স্বতন্ত্র তৌফিক আহমেদ, সুনামগঞ্জ-৪ স্বতন্ত্র মো. ইমদাদ আলী, ঢাকা-৮ ইসলামী ঐক্যজোটের আবু নোমান মো. জিয়াউল হক মজুমদার, কুড়িগ্রাম-২ জাকের পার্টির মো. মশিউর রহমান, নীলফামারী-৩ স্বতন্ত্র মার্জিয়া সুলতানা, লালমনিরহাট-২ জাকের পার্টি মো. রজব আলী, চট্টগ্রাম-৪ বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট মো. আকতার হোসেন, জয়পুরহাট-২ স্বতন্ত্র মো. আতোয়ার রহমান মন্ডল, কুষ্টিয়া-২ বাংলাদেশ সাম্যবাদী দল মো. আনোয়ার হোসেন বাবুল, ঢাকা-১৪ স্বতন্ত্র মো. এমরুল কায়েস খান, ঢাকা-১৮ স্বতন্ত্র এস এম তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ-৫ সাংস্কৃতিক মুক্তিজোট মো. রবিন মিয়া, রাজবাড়ী-২ স্বতন্ত্র নূরে আলম সিদ্দিক, রংপুর-৬ স্বতন্ত্র তাকিয়া জাহান চৌধুরী, চাঁদপুর-৫ সাংস্কৃতিক মুক্তিজোট আক্তার হোসেন, কুমিল্লা-২ সাংস্কৃতিক মুক্তিজোট সিরাজুল টম সুডেন, সিলেট-১ মুক্তিজোট আবদুল বাছিত, ঢাকা-২ ইসলামী ঐক্যজোট মাওলানা মো. আশরাফ আলী জিহাদী, ঢাকা-১৯ জাতীয় পার্টির মোহাম্মদ বাহাদুর ইসলাম, ঢাকা-১৯ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মো. সাইফুল ইসলাম, পটুয়াখালী-১ বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, চাঁদপুর-১ ইসলামিক ফ্রন্ট মো. সেলিম প্রধান, কিশোরগঞ্জ-৩ স্বতন্ত্র মো. রুবেল মিয়া,  মানিকগঞ্জ-১ গণফ্রন্ট মো. শাহজাহান খান,  টাঙ্গাইল-৬ স্বতন্ত্র তারেক শামস খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ স্বতন্ত্র ফিরোজুর রহমান, ঢাকা-১ বিএনএফ বাহরানে সুলতান বাহার, টাঙ্গাইল-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন খন্দকার ওয়াহিদ মুরাদ, বগুড়া-৩ স্বতন্ত্র অজয় কুমার সরকার, ঢাকা-১৩ স্বতন্ত্র মোহাম্মদ শাহাবুদ্দিন, ঢাকা-১২ জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, নওগাঁ-১ স্বতন্ত্র মোহাম্মদ খালিকুজ্জামান।

 

সর্বশেষ খবর