শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নীরব-মজনুসহ বিএনপির ৪৭ জনের কারাদণ্ড

ফখরুলের জামিন প্রশ্নে রুল শুনানি রবিবার

আদালত প্রতিবেদক

যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ৪৭ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। পৃথক তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন। এর মধ্যে তেজগাঁও থানায় করা নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১৪ বিএনপি নেতা-কর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

কারাদন্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ঢাকা সিটির সাবেক কাউন্সিলর মো. আনোয়ারুজ্জামান আনোয়ার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, রাজ, সেলিম, কবির, শফিজুর রহমান শাফিজ যুবদল নেতা জালাল, শ্রমিক দল নেতা, শাহ আলম, আবদুল জলিল, ইউসুফ হোসেন মিন্টু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাবু ও ছাত্রদল নেতা ঝন্টু। মামলা সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। এ ছাড়া রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপির ১৩ নেতা-কর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কারাদন্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আহসান হাবিব হীরা, আবদুল্লাহ জামান আদিত্য চৌধুরী প্রমুখ। মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল শুনানি রবিবার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না- সেই প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী রবিবার দিন ঠিক করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য দিন ধার্য করেন। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন মির্জা ফখরুল। গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাই কোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।

সর্বশেষ খবর