শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
প্রার্থিতা ফিরে পেয়ে আখতার

খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে এসেছি

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে এসেছি

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। বিএনপির সাবেক এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। আখতার পরে বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে এসেছি। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ সংসদীয় আসন। এ আসনের বর্তমান এমপি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেন। এবার সেখানে নৌকা প্রতীক পেয়েছেন পুলিশের সাবেক ডিআইজি আবদুল কাহার আকন্দ।  মামলার তথ্য গোপন ও ঋণখেলাপের অভিযোগে আখতারুজ্জামানের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন আখতারুজ্জামান। আপিল শুনানি শেষে তিনি প্রার্থিতা ফিরে পেলেন গতকাল।

সর্বশেষ খবর