শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বর্তমান রাজনীতিতে জনগণ নেই

নিজস্ব প্রতিবেদক

বর্তমান রাজনীতিতে জনগণ নেই

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বলেছেন, বর্তমান রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নেই। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিপিবি সভাপতি বলেন, বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে একদল নির্বাচনে আছে, আরেক দল নির্বাচনের বাইরে। আমরা দল নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি করেছিলাম। দল নিরপেক্ষ সরকার না হওয়ার কারণে নির্বাচন একদলের হাতে চলে গেছে। সেখানে আবার আসন নিয়ে ভাগাভাগি হচ্ছে। ভাগাভাগির নির্বাচনে জাতীয় পার্টিও নৌকা চায়, আবার তথাকথিত কিছু বাম দলও নৌকা নিয়ে নির্বাচন করতে চায়। কিন্তু জনগণ ইতোমধ্যে ভোট থেকে বের হয়ে গেছে। বর্তমান রাজনীতিতে জনগণের অংশগ্রহণই নেই। তিনি বলেন, নির্বাচনে কে কোন আসন পাবেন সবকিছু নির্ধারণ হচ্ছে প্রধানমন্ত্রীকে ঘিরে। অপরদিকে, বিএনপির রাজনৈতিক সঙ্গী জামায়াত। যেই জামায়াত আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই জামায়াতকে সঙ্গে নিয়ে কোনো গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। এই দুই পক্ষের বিরুদ্ধে লড়াই করেই বুদ্ধিজীবীদের গণতান্ত্রিক চেতনাকে আবার প্রতিষ্ঠিত করতে হবে।

সর্বশেষ খবর