শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এক মাসে তৃতীয়বার কমল ডলারের দর

নিজস্ব প্রতিবেদক

এক মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো কমানো হলো ডলারের দর। ২৫ পয়সা কমিয়ে ডলার কেনাবেচার নতুন দর নির্ধারণ করেছে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। এর ফলে সব উৎস থেকে ডলার কিনতে (সেবা খাতসহ সব ধরনের রপ্তানি আয়, বিদেশ থেকে আসা রেমিট্যান্স, আন্তব্যাংক) ডলারের বিনিময় হার হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আর বিক্রির (আমদানি, আন্তব্যাংক, বিদেশে অর্থ প্রেরণ) ক্ষেত্রে ডলারের বিনিময় হার হবে সর্বোচ্চ ১১০ টাকা। বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন এবিবি ও বাফেদা জরুরি বৈঠকে বসে। বৈঠকে নতুন দরের এ সিদ্ধান্ত হয়। বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, নতুন সিদ্ধান্তে ডলারের দর ২৫ পয়সা কমানো হয়েছে। এর ফলে ডলারের কেনা দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা, আর বেচা ১১০ টাকা। বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দর তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত হয়। ভবিষ্যতে দর আরও কমবে।

২২ নভেম্বর প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। সপ্তাহের ব্যবধানে ২৯ ডিসেম্বর ফের ২৫ পয়সা কমানো হয়। এবার তৃতীয় দফায় কমল আরও ২৫ পয়সা।

সর্বশেষ খবর