শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণবিরোধী সিদ্ধান্ত ইসির : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নজিরবিহীন ও গণবিরোধী বলেছে বিএনপি।  ‘১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় শুধু ভোটের প্রচার চালানো যাবে।’ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে ইসির পাঠানো চিঠির প্রতিবাদ জানিয়ে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারি (২০২৪) একটি তথাকথিত নির্বাচনের নামে ভাগ-বাটোয়ারার  ডামি নির্বাচন আয়োজনের যে অপপ্রয়াস, সেটিকে পৃষ্ঠপোষকতা করতেই অথর্ব ও অযোগ্য নির্বাচন কমিশন জনবিদ্বেষী এই সিদ্ধান্তটি নিয়েছে। প্রকারান্তরে এটি আবারও প্রমাণিত হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের ওপর কেন সার্বজনীন অনাস্থা ও বিশ্বাসহীনতা বিরাজমান। সর্বাঙ্গীণভাবে পক্ষপাতদুষ্ট এই কমিশনের অধীনে কোনো ফেয়ার ইলেকশন সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়, জনগণের মুক্তি ও স্বাধীনতার আকাক্সক্ষাকে দমিয়ে রাখতে নীলনকশার এই অন্যায় পদক্ষেপকে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছে।

সর্বশেষ খবর