রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এমপি হলেই টাকার পাহাড়

নিজস্ব প্রতিবেদক

এমপি হলেই টাকার পাহাড়

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সংসদ সদস্য হলেই টাকার পাহাড় গড়া যায়। জবাবদিহিতা নেই। এ জন্য এরা দেশে গণতন্ত্রহীন, সাম্প্রদায়িক ও বৈষম্যের পরিবেশ বজায় রাখতে চায়। এ অবস্থা থেকে মানুষের বিজয়ের স্বাদ পৌঁছে দিতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন দেশ গড়তে হবে। দুর্বৃত্তায়িত রাজনীতিকে পরাজিত করতে হবে। গতকাল মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে সাভার জাতীয় স্মৃতিসৌধে সিপিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। সভা-সমাবেশ বন্ধে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সভা-সমাবেশ বন্ধের নির্দেশনা সংবিধান বিরোধী। অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহার করতে হবে। দুঃখের বিষয়- গণতন্ত্রহীন ও প্রহসনের ভাগবাটোয়ারার নির্বাচনি পরিবেশে আজ বিজয় দিবস পালন করতে হচ্ছে। এ সময় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর