মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত

বদিউল আলম মজুমদার

ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত

হলফনামায় মন্ত্রী ও এমপিদের সম্পদ ১০০ থেকে ৩০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, অবস্থা দেখে ধারণা করছি ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত আছে। আর মন্ত্রী-এমপিদের সম্পদ বৃদ্ধির বিষয়টি তারই প্রতিফলন। সাধারণ মানুষের কাছেও বিষয়টি একটি অশ্লীল প্রদর্শনীর চলছে। বদিউল আলম মজুমদার বলেন, সাধারণ মানুষের যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে মন্ত্রী-এমপিদের সম্পদের যে বিবরণী এবার হলফনামায় উঠে এসেছে তা অবিশ্বাস্য। শুধু তাই নয়, অনেকে তাদের হলফনামায় তথ্য গোপন করেছেন। আবার অনেকে হলফনামায় তথ্য গোপন করে পার পেয়ে যাচ্ছেন। এটি দেখতে কষ্ট লাগে। কারণ এই হলফনামার বিধান আইনে অন্তর্ভুক্ত করা আছে, এ ব্যাপারে রায় হওয়ার এবং একে কার্যকর করার ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। এটি স্বস্তির বিষয় যে গণমাধ্যম এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। আমরা এসব ব্যাপারে গণমাধ্যমকে সচেতন করার চেষ্টা করে আসছিলাম। সুজন সম্পাদক আরও বলেন, দুভার্গ্যজনক, তথ্য গোপনের যে মহোৎসব চলছে তাতে এটি স্পষ্ট, আমাদের নির্বাচনি অঙ্গন এবং গণতান্ত্রিক পরিসর যে কলুষিত এটি তারই প্রতিফলন।

সর্বশেষ খবর