শিরোনাম
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গামছার সঙ্গে নৌকার নির্বাচন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গামছার সঙ্গে নৌকার নির্বাচন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘মরিচের দাম দুই শ টাকা, পিঁয়াজের দাম আড়াই শ টাকা, রসুনের দাম সত্তর টাকা পোয়া এই রকম বাজার দরে যারা খুশি তারা নৌকায় থাকুন, আর যারা বেজার- যারা বলেন এমন লাগামহীন বাজার দর আমরা পছন্দ করি না, চাই না; তাদের গামছা ধরতে হবে।’ তিনি বলেন, ‘শওকত মোমেন শাহজাহানের ছেলে জয়ের সঙ্গে এই নির্বাচন না। এ নির্বাচন গামছার সঙ্গে নৌকার নির্বাচন।’ গতকাল বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন এলাকায় গামছা মার্কার প্রথম পথ সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহান মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বেগম নাসরিন কাদের সিদ্দিকী, সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল প্রমুখ।

সর্বশেষ খবর