বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা আওয়ামী লীগের

৫৩তম বিজয় দিবস উপলক্ষে গতকাল রাজধানী ঢাকায় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা ঘিরে স্লোগান, মিছিল আর উৎসবের নগরীতে পরিণত হয়েছিল পুরো ঢাকা শহর। দুপুর হতেই ঢাকার অলিগলি থেকে বের হতে শুরু করে খণ্ড খণ্ড বিজয় মিছিল। এর সবগুলো মিলিত হয় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের সড়কে। বেলা পৌনে ২টা থেকে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান। মাইকে বাজানো হয় আওয়ামী লীগের নির্বাচনী গান ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’। শত শত পিকআপ ভ্যানে করে ঢোলবাদ্য বাজিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও এর আশপাশের এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন এলাকা ছাড়িয়ে যায় নেতা-কর্মীদের উপস্থিতি। ঢাকার বিভিন্ন আসনের নৌকার প্রার্থী, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তাদের হাতে ছিল জাতীয় পতাকা, বিভিন্ন ইউনিটের ব্যানার-ফেস্টুন ও নৌকার প্রতিকৃতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে বিকাল চারটায় শুরু হয় শোভাযাত্রা। শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে শেষ হয় ধানমন্ডি ৩২ এ গিয়ে। শোভাযাত্রার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ঢাকা আজ মিছিলের শহর। নৌকার শহর। পুরো দেশজুড়ে নৌকার মিছিল। খেলা হবে। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। তিনি বলেন, আইআরআই তাদের এক জরিপে বলছে, দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে সারা দেশে উৎসব শুরু হয়েছে। যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দেবে নির্বাচনমুখী জনগণই তাদের প্রতিহত করবে। সমাবেশে ঢাকার ১৯টি আসনের আওয়ামী লীগ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ওবায়দুল কাদের। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সর্বশেষ খবর