শিরোনাম
বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিচার বিভাগীয় তদন্ত করুন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চার যাত্রী নিহতের ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়ে বর্বরোচিত ও হৃদয়বিদারক এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির পক্ষে এ দাবি জানান। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভোররাতে যারা ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিল, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। ট্রেনে আগুনের ঘটনায় সরকারের জড়িত থাকার অভিযোগ করে তিনি বলেন, মহলবিশেষের প্রশ্রয় ছাড়া ট্রেনে আগুন দিয়ে প্রাণহানি ঘটানোর মতো নাশকতা করা সম্ভব নয়। সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, একই ট্রেন (মোহনগঞ্জ এক্সপ্রেস) কয়েক দিন আগে লাইনচ্যুত হয়েছিল। একই ট্রেন দুবার আক্রান্ত হয়েছে। এ ট্রেনের নিরাপত্তা কোথায়? আমাদের বিশ্বাস, সরকার এর জন্য দায়ী। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক, শয্যা প্রস্তুত রাখতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। হঠাৎ কেন এমন চিঠি? সবার মনে সন্দেহ জাগছে। তেজগাঁওয়ের ঘটনা কারা করেছে, তা স্পষ্ট হয়ে গেছে। আমরা আগেই বলেছি, সরকার এখন জঙ্গি-নাশকতার নাটক সাজাবে। তারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার নির্বাচনে যাওয়ার জন্য দরকষাকষি করতে বিএনপি নেতাদের কারাগারে নিয়েছে। নি-িদ্র, নিরাপদ, টুঁশব্দবিহীন নির্বাচন করতে বিএনপি নেতাদের কারাগারে নেওয়া হয়েছে। সরকার মনে করছে, রাশিয়া আছে, ভারত আছে। রাশিয়া-ভারতের সমর্থনে সরকারের পোয়াবারো অবস্থা।

 

সর্বশেষ খবর