বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ওবায়দুল কাদের

বিএনপির ১১ হাজার নেতা-কর্মী জেলে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দাবি তাদের ২১ হাজার নেতা-কর্মী নাকি জেলে আছে। চ্যালেঞ্জ করে বলছি, জেলে আছে ১১ হাজার। আজ (গতকাল) জামিন পেয়েছে ২ হাজার।

গতকাল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের সড়কে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ৫৩তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করে। ‘সামনে আছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারির ফাইনালে খেলবে ১ হাজার ৮৯৬ প্রার্থী। বিএনপি ২৮ অক্টোবর লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। জনগণ আর তাদের সঙ্গে নেই। বিএনপি ভুয়া। তাদের এক দফাও ভুয়া। তিনি আরও বলেন, যারা বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তারাও ভুয়া। টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) ভুয়া। সুজন (সুশাসনের জন্য নাগরিক) ভুয়া। এরা বিএনপির দোসর। বিএনপির তো নেতাই নেই। আন্দোলন করবে কাকে দিয়ে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, জেলে যেতে যে নেতা ভয় পায় তার কথায় বাংলাদেশে আর কোনো আন্দোলন হবে না। বিএনপির আন্দোলনকে ব্যঙ্গ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত হাঁটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙাদের নিয়ে জগাখিচুড়ি মার্কা ঐক্য করেছে। বিএনপি আন্দোলন করে এ বছর সফল হতে পারল না। তাদের পরবর্তী আন্দোলন আগামী বছর শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করতে করতে আরও পাঁচ বছর কেটে যাবে। গতকাল সকালে তেজগাঁওয়ে ট্রেনে লাগানো আগুনে চারজন নিহত হওয়ার ঘটনাকে ফিলিস্তিনের গাজায় নারী ও শিশু হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, চারটি তাজা প্রাণ ঝরে গেল। যারা রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তাদের ক্ষমা নেই। মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, শতভাগ বিদ্যুতায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার নারীদেরকে সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত করেছেন। মেয়েরা আজ সুপ্রিম কোর্টের জাস্টিস, সচিব, ওসি, ইউএনও, ডিসি, এসপি। বাংলার পুরুষের পাশাপাশি নারীরাও জেগেছে। যারা বলে ৭ তারিখ ভোটার আসবে না, তাদেরকে বলে দিচ্ছি পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি হবে।

সর্বশেষ খবর