বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঋণখেলাপিরা গাড়িবাড়ি কিনছেন মহা আনন্দে

নিজস্ব প্রতিবেদক

ঋণখেলাপিরা গাড়িবাড়ি কিনছেন মহা আনন্দে

সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার দেশের অর্থনীতির অভ্যন্তরীণ সমস্যাগুলো পাশ কাটিয়ে যাচ্ছে। সরকার বারবার বহিরাগত সমস্যা সামনে এনেছে। অথচ ভিতরের সমস্যা দিন দিন গুরুতর হয়েছে। ব্যাংকিং, দুর্নীতি, অপচয়, প্রকল্পে অতিরিক্ত ব্যয়- এ বিষয়গুলো পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। মার্চে ঠিক হয়ে যাবে, এপ্রিলে রপ্তানি বাড়বে- এসব কথা বলে লোকজনকে বোকা বানানোর চেষ্টা হয়েছে।

গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত  আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন সাবেক আমলা, কূটনীতিবিদ, সাবেক গভর্নর, অর্থনীতিবিদ, মানবাধিকারকর্মী, নির্বাচনবিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেকে বলেন আমেরিকাতেও দুর্নীতি হয়। সেখানে জেল থেকে বের হলে কিছুই থাকে না। আর এখানে ঋণখেলাপি, চুরি করা লোকজন মহাআনন্দে বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন। বাইরে দুর্নীতি হলে সেটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। এখানে তো জবাবদিহি নেই। আইনের শাসন নেই। রাজনীতি ঠিক না হলে জবাবদিহি, নীতি ঠিক হবে না। এই বিষয়গুলো না দেখলে সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে। সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশের অর্থনীতিতে দুটি চ্যালেঞ্জ। একটি অভ্যন্তরীণ, আরেকটি বহির্বিশ্বের সঙ্গে সমস্যা। সরকার বারবার বহিরাগত সমস্যাকে সামনে এনেছে। ভিতরের সমস্যা দিন দিন গুরুতর হয়েছে। ব্যাংকিং, দুর্নীতি, অপচয়, প্রকল্পে অতিরিক্ত ব্যয়- এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। মার্চে ঠিক হয়ে যাবে, এপ্রিলে রপ্তানি বাড়বে- এসব কথা বলে লোকজনকে বোকা বানানোর চেষ্টা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর