বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাশকতাকারীদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, যারা মানুষের ওপর আক্রমণ করে তাদের মনুষ্যত্ব আছে কি না, সন্দেহের অবকাশ আছে। গতকাল সুপ্রিম কোর্টে ১৪ তলাবিশিষ্ট রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিচার সবাই তো সব সময় চায়। যারা দুষ্কৃতকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও একইভাবে দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হতো। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, ১৪ তলাবিশিষ্ট রেকর্ড ভবনটিতে মামলার নথিপত্র নিরাপদে সংরক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থাই থাকবে। পাশাপাশি তিনটি বেজমেন্টে ১৫৯টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া পাম্প রুম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ড্রাইভার ওয়েটিং রুম এবং কার্গো লিফটের সুবিধাও থাকবে। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২ জুন নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ভবনটির। রেকর্ড ভবনটির নির্মাণকাজ উদ্বোধন শেষে প্রধান বিচারপতি প্রকল্পটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের একটি নিরাপদ রেকর্ড ভবন প্রয়োজন, যাতে আগুন না লাগে। এ রেকর্ড ভবনটি আমাদের স্মার্ট জুডিশিয়ারির একটি অংশ। এ সময় আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাই কোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর