বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
আসাদুজ্জামান খান

বিএনপি নেতা-কর্মীদের বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হলে কী করবেন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্দোলন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির কোনো আন্দোলনের ডাকেই জনগণ সাড়া দেয়নি। ফলে হরতাল-অবরোধ-অসহযোগের ডাক সত্ত্বেও সবকিছু স্বাভাবিকভাবে চলছে। তিনি বলেন, এ দেশের জনগণ তাদের চেনে। জনগণ সময়মতো ভোট দেবে এবং নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন উপহার দেবে।

তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিএনপি ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করা এবং কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার যে আহ্বান জানিয়েছে সে বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান আরও বলেন, ‘সারা দেশে যখন ভোটের আমেজ চলে এসেছে, তখন তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। যারা অসহযোগ আন্দোলন করছেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি বন্ধ হয়ে যায়- উনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে। তাহলে কী হবে? তারা কি সেটি বুঝতে পারছেন?’ মন্ত্রী আরও বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ বিল, পানির বিল না দিলে- ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ যা অন্য গ্রাহকের ক্ষেত্রে করে, তাদের (বিএনপির নেতা-কর্মী) জন্যও সেগুলো করবে। সেটি তাদের চিন্তার মধ্যে নিয়ে আসা উচিত।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কিন্তু সব সময় বলে আসছি, দেশের জনগণ তাদের কর্মকান্ডে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখনই তারা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রমাগতভাবে কর্মসূচি দিয়ে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি করা যায় এবং নির্বাচন যাতে না হয়- সে জন্য একটা অবস্থার সৃষ্টি করতে চেয়েছে। ২৮ অক্টোবরের পর থেকে তারা ক্রমাগতভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৫ সালে ৯০ দিন ক্রমাগতভাবে তারা এসব করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে, সম্পদ ধ্বংস করেছে, জায়গায় জায়গায় রাস্তাঘাট কেটে দিয়েছে। এখন আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি কীভাবে সৃষ্টি করা যায় সে জন্য পাঁয়তারা করছে। যারা এ নাশকতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগে চার ব্যক্তির প্রাণহানির ঘটনায় জড়িতদের নিরাপত্তা বাহিনী খুঁজে বের করবে। নাশকতার শেকড় খুঁজে বের করে ব্যবস্থা নেবে। চলন্ত ট্রেনে আগুন দিয়ে বুকে জড়ানো সন্তানসহ মাকে যারা অঙ্গার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ছবি দেখলে যারা মানুষ, তাদের হৃদয় বিচলিত হয়ে ওঠে, তাদের বুক  থেকে ডুকরে কান্না বেরিয়ে আসে। মানুষ মাত্রই এমনটা হবে। তবে যারা অমানুষ, যারা জানোয়ার, তারাই এসব ঘটনা ঘটাতে পারে। যারা এ কান্ড ঘটিয়েছে, নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে বের করবে। গাজীপুরে যারা রেললাইন উপড়ে ফেলেছে, তাদের শনাক্ত করে ধরা হয়েছে। ওই এলাকার যুবদলের নেতা এ ঘটনা ঘটিয়েছে। সবাই জানেন। যতগুলো শনাক্ত করে ধরা হয়েছে, তারা হয় ছাত্রদল কিংবা যুবদল বা স্থানীয় বিএনপির কোনো নেতা। মন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে ধ্বংস করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর