বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সৌম্যর রেকর্ডেও এলো না জয়

ক্রীড়া প্রতিবেদক

সৌম্যর রেকর্ডেও এলো না জয়

অনিন্দ্যসুন্দর নেলসনে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন সৌম্য সরকার। পর্বতসমান চাপের মুখেও খেলেছেন ১৬৯ রানের নান্দনিক ইনিংস। ক্যারিয়ারসেরা ব্যাটিং করলেও নেলসনে জিততে পারেনি বাংলাদেশ। ২২ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের জয় উপহার দেন উইল ইয়াং ও হেনরি নিকোলস হাফসেঞ্চুরি করে। টানা দুই ম্যাচ সিরিজ নিশ্চিত করেছে টম ল্যাথামের নিউজিল্যান্ড। ২৩ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জানপ্রাণ লড়বে। আগের দুই ম্যাচে টানা শূন্য রান করে চাপে ছিলেন সৌম্য। গতকাল তিনি খেলেছেন ফিফটি-ফিফটি সম্ভাবনা নিয়ে। শূন্য করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষেই। গতকাল টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রাখেন। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিন অঙ্কের নান্দনিক ইনিংস খেলে। ১৬৯ রানের ইনিংস খেলেছেন ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কায়। নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরিটি ব্যক্তিগত সর্বোচ্চ। ম্যাচসেরা ইনিংস খেলে তিনি পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে। ২০০৯ সালে টেন্ডুলকার ১৬৩ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৬৯ রানের ইনিংসটি দেশের বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত সর্বোচ্চ। তবে সব মিলিয়ে দ্বিতীয় ব্যক্তিগত সেরা। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। যা টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ। সৌম্য সেঞ্চুরি করলেও হেরেছে টাইগাররা। অপরাপর ব্যাটারদের ব্যর্থতায় ২৯১ রান করে বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এই রান করার পরও লড়াই হয়নি। একপেশে লড়াইয়ে উইল ইয়াংয়ের ৮৪ ও হেনরি নিকোলসের ৯৫ রানের ভরে সিরিজ নিশ্চিত করে নেয় নিউজিল্যান্ড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর